অর্পিতা বনিক , বনগাঁ: পুজোর বাকি দু’মাসেরও কম সময়। সামনে মহরম। তার পরেই স্বাধীনতা দিবস। এর পরে দুর্গাপুজো। ফলে হাতে খুব বেশি সময় না থাকায় পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার ক্লাব সংগঠনগুলি ।

শারদোৎসবের প্রস্তুতির ঢাকে কাঠি, পাড়ায় পাড়ায়-ক্লাবে তৎপরতা তুঙ্গে ৷ক্যালেন্ডারের নির্ঘণ্ট অনুযায়ী দুর্গাপুজোর এখনও কিছুদিন দেরি আছে। কিন্তু খুঁটিপুজোর মধ্যে দিয়ে প্রাণের উৎসবের ওয়ার্মআপ শুরু করে দিয়েছে বিভিন্ন ক্লাব। বনগাঁতেও দেখা গেল সেই ছবি। অভিযান সংঘ ক্লাবে খুঁটি পুজোর পরই মন্ডপের প্রস্তুতি চলছে জোরকদমে ৷ বনগাঁর অভিযান সংঘ ক্লাবের এবারের থিম ফাঁস করলেন ক্লাব সদস্যরা৷ দেখুন ভিডিও

প্রতিবছরই দুর্গাপুজোয় এই ক্লাব চমক দিয়ে থাকে। থিমের (Theme) দিক থেকে প্রতি বছরই দর্শকদের চমক দিয়ে থাকে এই পুজো। বিশেষ করে প্রতিমায় চমকে দেয় দর্শকদের। গত বছরও বিপুল মানুষের ভিড় হয়েছিল মন্ডপে। আর এবছর এই ক্লাবের থিম হল পায়ে হেঁটে কেদারনাথ ।

এই পুজো এবার চলবে এক মাস ধরে। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবার প্রথমবার দুর্গাপুজো করা হচ্ছে। পাশাপাশি করোনার বাধা কাটিয়ে এ বছরই নতুন করে বিপুল আয়োজন হচ্ছে দুর্গাপুজোর। সেই কারণেই এবারে থাকছে মহা চমক।

প্রতিবছরই এই পুজো ঘিরে দর্শনার্থীদের আলাদা আকর্ষণ লক্ষ্য করা যায়। ভির সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। এবছরও তার ব্যতিক্রম হবে না বলে আশা করা হচ্ছে। কারণ এবছর তাদের থিম পায়ে হেঁটে কেদারনাথ! তা দেখতে সেখানে উপচে পড়বে ভিড়।

পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই বিভিন্ন থানা নিজের এলাকার পুজো কমিটির সঙ্গে কথা বলে প্রস্তুতি শুরু করে দিয়েছে । পাশাপাশি ভিড় সামলাতে কী কী ব্যবস্থা নেওয়া যায়, কেন্দ্রীয় ভাবে সেই ভাবনাও শুরু করেছে লালবাজার সহ বিভিন্ন জেলার পুলিশকর্তারা৷

‘‘২২ অগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক করবেন। সেখানে পুলিশ ছাড়াও পুজোয় যুক্ত সব সংস্থাকে থাকতে হবে। ওই বৈঠকের আগেই যাতে এলাকার পুজো কমিটির সঙ্গে থানাগুলির সমন্বয় তৈরি হয়, তার প্রস্তুতিও নিতে শুরু করেছেন পুলিশ আধিকারিকেরা ’’ ৷

ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, এ বারের পুজোয় পরিস্থিতি কী হতে পারে, আগাম আঁচ করে তারা প্রস্তুতি শুরু করেছেন ইতি মধ্যেই ৷

এ বছর দুর্গাপুজো শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষ দিকেই। ২৫ সেপ্টেম্বর পড়েছে মহালয়া। পঞ্চমী ৩০ সেপ্টেম্বর, মহাষষ্টী ১ অক্টোবর, মহাসপ্তমী ২ অক্টোবর, মহাঅষ্টমী ৩ অক্টোবর, মহানবমী ৪ অক্টোবর ও বিজয়া দশমী ৫ অক্টোবর। কিন্তু এ বছর ইউনেসকো স্বীকৃতি পাওয়ায় আলাদা করে বড় করে উৎসব পালিত হবে রাজ্য জুড়ে, সে কথা অবশ্য আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই এবার উৎসবের আয়োজন শুরু হল আগে থেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here