Durga pujo:পুজো এবার ১৫ দিন! দশ দিন আগে থেকেই দশভুজার আরাধনা শুরু,ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
813

দেশের সময় ওয়েবডেস্কঃ ইউনেস্কোর খেতাব আগেই জয় করেছে বাংলার দুর্গোৎসব। সেই উপলক্ষে আগামী বছর ১০ দিন আগে থেকে দুর্গাপুজোর অনুষ্ঠান শুরু হবে।এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার কলকাতা পুরভোটের জয়ী প্রার্থীদের সঙ্গে মহারাষ্ট্র নিবাসে বৈঠক করেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতাই সেরার সেরা। সেরা হতে হবে কলকাতাকে। হেরিটেজের জন্য আমরা সেলিব্রেশন করব। আগামী বছর দুর্গাপুজোর ১০ দিন আগে থেকে শুরু হবে সেলিব্রেশন।

আগামী বছর ১ অক্টোবর থেকে পুজো শুরু হচ্ছে। ওই দিন ষষ্ঠী। অর্থাৎ মমতার কথা অনুযায়ী, ষষ্ঠীর ১০ দিন আগে থেকে যদি পুজো শুরু হয়, তবে সেপ্টেম্বরের ২০ তারিখ থেকেই উদ্‌যাপন শুরু হওয়ার কথা।

বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। ইউনেস্কোর স্বীকৃতির পর বুধবার রাজপথে নামেন প্রচুর পুজো উদ্যোক্তারা। সামিল হয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য দেবাশিস কুমাররা। বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় কলকাতায়। এমন মিছিল এর আগে কখনও হয়নি। উদযাপনের শেষ হয় জাতীয় সংগীতের মাধ্যমে।

আর এবার আগামী বছরের পুজোর উদযাপন ১০ দিন আগে থেকেই শুরু হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, আগামী বছরর দুর্গাষষ্ঠী ১ অক্টোবর। অর্থাৎ, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরের ২০ তারিখের পর থেকেই শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের উৎসব। যার ফলে একপক্ষ অর্থাৎ ১৫ দিন ধরে রাজ্যে দুর্গোৎসব হবে।

অনেক পুজো উদ্যোক্তাও মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তকে সমর্থন করেন। মধ্য কলকাতার এক পুজো কমিটির কর্তা বলেন, ‘‘এখন তো মহালয়ার আগে থেকেই পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যায়। ইউনেস্কোর সম্মানকে মনে রাখার জন্য মুখ্যমন্ত্রী যদি আরও আগে উদ্‌যাপন করতে বলেন তাতে আমাদের আপত্তি নেই। তা ছাড়া আমারও চাইছিলাম এই উৎসবকে আরও বড় করে পালন করতে।’’

Previous articleKMC Board: ‌কলকাতার মেয়র ফিরহাদই, ডেপুটি অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায়-পুরনোতেই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Next articleBangladesh Launch Fire: মাঝরাতে বাংলাদেশের লঞ্চে ভয়াবহ আগুন ,নিহত অন্তত ১৬, আহত ৪৮, নিখোঁজ বহু যাত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here