Durga Puja Weather Forecast: অষ্টমী-নবমী-দশমী পুজোয় তিন দিন বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় , জানিয়ে দিল হাওয়া অফিস

0
413

দেশের সময় ওয়েবডেস্কঃ মহালয়াতেও কলকাতার আকাশ ছিল মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টির খবরও পাওয়া গিয়েছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে৷ এদিকে বোধনে বাকি এক সপ্তাহের কম সময়। টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। সোমবার থেকে বৃষ্টি কমলেও এখনও পুরোপুরি বিদায় নেয়নি সে।

এবার দুর্গাপুজোতেও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে বলেই জানিয়েছেন আবহবিদরা। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের কারণেই
দুর্গাপুজোয় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এর মাঝেই হাওয়া অফিসের পূর্বাভাস, পুজোর প্যান্ডেল হপিং করতে গেলে  সপ্তমীর মধ্যেই ঘুরে নিন। অষ্টমী থেকে দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আলিপুর জানিয়েছে, ষষ্ঠী ও সপ্তমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা কম। কিন্তু অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমী, নবমী ও দশমীতে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছেন আবহবিদরা। তবে পুজোর দিনগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।

আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয়ের পাদদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তার পর থেকে আবহাওয়ার উন্নতি হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানাগিয়েছে পুজোর আগে রবিবার উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের চার-পাঁচ দিনে সেটি পশ্চিম-উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ওড়িশার দক্ষিণ ও অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে পৌঁছবে। তার প্রভাবে পুজোয় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরে পুজোর কটা দিন পরিষ্কার আকাশ থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Previous articleমহালয়ার সকালে ঢাকের বোল, ‘বলো দুর্গা মাইকি’ জয়ধ্বনিতে উমা এলেন মণ্ডপে
Next articleনজরুল মঞ্চে প্রকাশিত মুখ্যমন্ত্রীর পুজোর অ্যালবাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here