![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/DSS-Recovered-1024x853.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ মহালয়াতেও কলকাতার আকাশ ছিল মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টির খবরও পাওয়া গিয়েছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে৷ এদিকে বোধনে বাকি এক সপ্তাহের কম সময়। টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। সোমবার থেকে বৃষ্টি কমলেও এখনও পুরোপুরি বিদায় নেয়নি সে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/GOPAL-SETH-1024x853.jpg)
এবার দুর্গাপুজোতেও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে বলেই জানিয়েছেন আবহবিদরা। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের কারণেই
দুর্গাপুজোয় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/annapurna-car-bazar-new-ad-scaled.jpg)
এর মাঝেই হাওয়া অফিসের পূর্বাভাস, পুজোর প্যান্ডেল হপিং করতে গেলে সপ্তমীর মধ্যেই ঘুরে নিন। অষ্টমী থেকে দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/DSS-Recovered-scaled.jpg)
আলিপুর জানিয়েছে, ষষ্ঠী ও সপ্তমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা কম। কিন্তু অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমী, নবমী ও দশমীতে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছেন আবহবিদরা। তবে পুজোর দিনগুলিতে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/db-ad-scaled.jpg)
আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয়ের পাদদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তার পর থেকে আবহাওয়ার উন্নতি হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/1633459761999.jpg)
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানাগিয়েছে পুজোর আগে রবিবার উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের চার-পাঁচ দিনে সেটি পশ্চিম-উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ওড়িশার দক্ষিণ ও অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে পৌঁছবে। তার প্রভাবে পুজোয় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/DS-AD-03.jpg)
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরে পুজোর কটা দিন পরিষ্কার আকাশ থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/maasaradaroadlines01-scaled.jpg)