দেশের সময়.ওয়েবডেস্কঃ পুজোর দিনগুলোতে ফের বৃষ্টির ভ্রুকুটি ৷
নিম্নচাপ যেন পিছুই ছাড়ছে না ৷ ঘূর্ণাবর্তের জট কাটিয়ে ঝলমলে রোদ উঠতেই মুখে হাসি ফুটেছিল শহরবাসীর। তবে চিন্তাও ছিল দুর্গাপুজোয় নিম্নচাপের চোখ রাঙানি সইতে হবে কিনা। একেই করোনার কড়া বিধি, তার ওপরে বৃষ্টির তাণ্ডব–দুয়ে মিলে পুজোয় কী হবে সে নিয়ে চিন্তা কম নয়।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবারের পর থেকে বৃষ্টির তেমন কোনও দাপট থাকবে না। হাল্কা কয়েক পশলা হতে পারে মাত্র। তবে পুজোর সব দিনগুলোতে এত আরাম পাওয়া যাবে না। কারণ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের পরিমণ্ডল তৈরি হবে। যার রেশ পড়বে বাংলা ও ওড়িশার উপকূলে।
বর্ষা বিদায় নিল বলা যাচ্ছে না এখনও। তবে সক্রিয় মৌসুমী বায়ু ধীরে ধীরে পাততাড়ি গুটোচ্ছে। মৌসুমী বায়ুর উইথড্রয়াল লাইন এখন যোধপুর, বিকানীর ও ভুজের ওপর অবস্থিত। মৌসম ভবন জানাচ্ছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং আংশিকভাবে গুজরাট ও মধ্যপ্রদেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে।
তামিলনাড়ু উপকূলে বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে পূবালী অক্ষরেখা বা বৃষ্টিরেখা তামিলনাড়ু, কেরল, কর্নাটকের ওপর দিয়ে কঙ্গন অবধি চলে গেছে। আরও একটি ঘূর্ণাবর্ত ঘনিয়ে উঠেছে উত্তরবঙ্গের ওপরে। অন্যদিকে, আন্দামান সাগরে আবার নিম্নচাপের পরিমণ্ডল তৈরি হয়েছে। ১০ অক্টোবরের পর থেকে নিম্নচাপ দানা বাঁধবে। এর অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম থেকে দক্ষিণে ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের দিকে। পশ্চিমবঙ্গেও এর রেশ পড়বে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবারের পর থেকে মেঘমুক্ত ঝলমলে আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম। মাঝেমধ্যে হাল্কা, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
শুক্রবার তৃতীয়া অবধি হাল্কা দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে।
শনিবার থেকে মঙ্গলবার–চতুর্থী থেকে সপ্তমী অবধি বৃষ্টির ঝামেলা পোহাতে হবে না। আকাশ পরিষ্কার থাকবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই প্যাচপ্যাচে আর্দ্রভাব থাকবে।
বুধবার থেকে শুক্রবার–অষ্টমী থেকে দশমী অবধিই চিন্তা বেশি। কারণ হাওয়া অফিস বলছেন, পঞ্চমীর দিনেই ঘনাবে নিম্নচাপ যার প্রভাব পড়তে পারে বাংলা ও ওড়িশার উপকূলে। কাজেই অষ্টমী থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গে আবার তৃতীয়া অবধি মাঝারি বৃষ্টি চলবে। চতুর্থী থেকে আকাশ পরিষ্কার হবে। বৃষ্টির দাপট কমবে। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। তাই এখন মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। তৃতীয়া অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর বৃষ্টির কমার সম্ভাবনা।