Durga Puja 2023: বনগাঁ শহরে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে শারদীয়ার শুভেচ্ছা বার্তা জানান পুলিস সুপার জয়িতা বোস

0
681
রিয়া দাস, বন্গাঁ:

বুধবার পুজো গাইডম্যাপ প্রকাশ করল বনগাঁ জেলা পুলিস। অনুষ্ঠানে জেলা পুলিস সুপার জয়িতা বোস, বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, সহ অন্যান্য পুলিস আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন জেলা পুলিসের তরফে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে নির্দিষ্ট সময়ে বনগাঁ শহরে সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে।

পুলিস সুপার জয়িতা বোস শারদীয়ার শুভেচ্ছা বার্তা জানান বনগাঁবাসীকে : দেখুন ভিভিও

এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় সাদা পোশাকের পুলিসের পাশাপাশি উইনার্স টিমের মহিলা পুলিসকর্মীরা শহরে ছড়িয়ে থাকবেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার মধ্যে বনগাঁ শহরে দুর্গাপুজোর উন্মাদনা চোখে পড়ার মতো। এখানকার পুজো দেখতে পার্শ্ববর্তী জেলার পাশাপাশি বাংলাদেশ থেকেও দর্শনার্থীরা আসেন। তাঁদের সুবিধার্থে শহরের মধ্যে যানজট এড়াতে পঞ্চমীর বিকেল থেকে সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।

এই বিধি-নিষেধ ভোর চারটে পর্যন্ত চলবে। তবে শহরের বাইরের বিকল্প রাস্তায় গাড়ি চলাচল সচল রাখা হবে। পুলিস সুপার জয়িতা বোস বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট এড়াতে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। ইভটিজারদের রুখতে রাস্তায় উইনার্স টিমও থাকবে

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর পুলিশ সুপার জয়িতা বোস , অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি দাস ও অন্যান্য পুলিশ আধিকারিকরা সহ বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ ।

পুলিশ সূত্রে জানা গেছে, ড্রপ গেট থাকছে সিকদারপল্লী যোগেন্দ্রনাথ বিদ্যালয়ের সামনে , যশোর রোডের উপর বিএসএফ ক্যাম্প মোড়ে , চাকদাহ রোডের উপর সাগর ইট ভাটার সামনে , বনগাঁ বাগদা রোডের উপর পুরনো পোস্ট অফিসের সামনে , রামনগর রোডের আপনজন মাঠের পৌরসভার পার্কিংয়ের সামনে , পাইকপাড়া সুটিয়া রোডের উপর এবং ২নং রেল গেটের উপর থাকবে ।

বনগাঁর বাস স্ট্যান্ড এর মধ্যে ডি এন ৪৪ ও ডি এন ১২ বাস ছাড়বে মেদিয়া পাড়া থেকে , ২০নং , ২১ নং , ৯৫ ও ৯৬ নং বাস গুলি ছাড়বে সাগর ইট ভাটার সামনে থেকে ছাড়বে । এবং ৯৬ সি (C) নং বাস ছাড়বে আপনজন মাঠের সামনে থেকে ।

Previous articleDurga Puja 2023:কুমোরটুলির সুভাষ পালের হাত ধরেই সেজে উঠছে সোনাগাছির দুর্গা
Next articleDurga Puja 2023: পাইক বাড়ির পুজোকে ঘিরে মেতে ওঠে প্রতিবেশীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here