Durga Puja 2023: সতীন সেন সংসদের পুজোর থিম প্রকাশ: দেখুন ভিডিও

0
456

সৃজিতা শীল, কলকাতা: বর্ষার মেঘ উধাও হতেই শরতের রোদ্দুর উকি দিলেই বাঙালির মন হিসেব কষতে শুরু করে দেয় মা দুর্গার অগমনের আর কত দিন বাকি ৷

উত্তর ২৪ পরগণার কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম হল ন-পাড়া সম্মিলিত সার্বজনিন দুর্গোৎসব কমিটি পরিচালনায় সতীন সেন সংসদের পুজো ৷ এই পুজো প্রতি বছরে এক এক রকমের থিম করে দশর্নার্থীদের নজর কারে ৷ এ বছর অন্যথা কিছু হয়নি ৷ স্থানীয় পৌরসভার কাউন্সিলর তথা ক্লাবের মুখ্য সংগঠক বিশ্বজিৎ বর্ধন এবারের থিম জানালেন দেশের সময়’কে ৷

৭৪তম বছরে পা দিল এই পুজো ৷ জলের উপরে চার ধাম নির্মাণ করা হচ্ছে। শিল্পী ইন্দ্রজিৎ পাল সাজিয়ে তুলছেন প্রতিমা কে এবং মণ্ডপ সজ্জায় রয়েছেন অনুপ পাল।

সৃষ্টিশীলতা ও শিল্প কর্মের দিক থেকে বিগত বছর গুলিতে বহু পুরস্কারে ভূষিত হয়েছে সতীন সেন সংসদের পুজো ৷ তাদের মধ্যে উল্লেখ যোগ্য, অমৃত বাজার পত্রিকা, বিশ্ব বাংলা পুরস্কার , বরানগর থানা থেকে ও পুরস্কার পেয়েছেন । দেখুন ভিডিও

প্রতি বছরের মত এ বছরেও নানা কর্ম সুচি রেখেছে এবারের পুজো কমিটি৷ পুজোর উদ্ধোধনের সাথে সাথে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান , দুস্থদের নুতন বস্ত্র বিতরণ, ছাত্র ছাত্রিদের বই খাতা দেওয়া ইত্যাদি ৷

দর্শনার্থীদের ভীড় সামলানোর জন্য প্রশাসনের সঙ্গে ক্লাবের ভলেন্টিয়াররাও সহযোগিতায় থাকবে। এখন দেখার অপেক্ষা, এ বাররের সতীন সেন সংসদের পুজোর চমক কতটা মানুষের মন জয় করতে পারে।

Previous articleBody found in Mandarmani: শরীরে কেবল অন্তর্বাস! মন্দারমণির সমুদ্র সৈকতে তরুণীর দেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে
Next articleWeather Update : সেপ্টেম্বরে দেশজুড়ে বর্ষার নয়া স্পেল খেল দেখাবে! মঙ্গলে কোন কোন রাজ্যে ভারী বৃষ্টি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here