দেশের সময়, কলকাতা: থিমের আতিশয্য নয়, ঐতিহ্য ও সাবেকিয়ানা মেনে নিয়মনিষ্ঠার সঙ্গে দুর্গাপুজো হয়ে আসছে যাদবপুরের আনন্দপুর এলাকার পাইক বাড়িতে। দক্ষিণ কলকাতার বনেদি বাড়ির এই পুজোকে ঘিরে মেতে ওঠে প্রতিবেশীরা।
পরিবারের অন্যতম সদস্য তথা শিল্পপতি ভোলা পাইক জানাচ্ছেন, প্রতি বছরের মতো এবারও পুজো শুরুর আগেই কয়েক হাজার গরিব ও দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হবে নতুন জামা-কাপড়। সেই সঙ্গে সবাইকে মিষ্টিমুখ করানো হবে। পুজোর কটাদিন পাইক বাড়িতে ভোগ রান্নার পাশাপাশি থাকছে ভূরিভোজের ব্যবস্থা।