রিয়া দাস বনগাঁ: কাউন্টডাউন শুরু, আর মাত্র কয়েকটা মাস বাকি ৷ তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। উত্তর২৪ পরগনার বনগাঁর গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে ৭৫ তম বর্ষের দুর্গোৎসবের খুঁটি পুজো হয়ে গেল আজ রবিবার সকালে।
এদিন ‘বাজল রে আলোর বেনু’ গান মাইকে বাজিয়ে খুঁটি পুজার শুভ সূচনা করেন ক্লাব সদস্যরা৷ তারপরেই অন্যান্য আমন্ত্রিত অতিথিদের হাত দিয়ে খুঁটি পুঁতে, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এবং শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি, ঢাকের তালে
ক্লাবের পূজামন্ডপ স্হলে এদিন সকালে বৈদিক, সনাতন মতে মা দুর্গার আরাধনায় পূজা অর্চনার মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল ২০২৩ -এর দুর্গোৎসবের। দেখুন ভিডিও
শারদীয়া দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক অসীম সেন ও পরিতোষ কুন্ডু জানান৷ ২০২০, ২০২১ সালে মানুষ ভালোভাবে আনন্দ করতে পারেননি। ২০২২ সালের দুর্গাপুজো থেকে আবার সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে। তাই মানুষ যাতে এবার আরও ভালো মণ্ডপ দেখতে পারেন, সেই কারণেই আমাদের এত আগে থেকে এই উদ্যোগ”। চিনের ম্যাকাউ শহরের একটি আধুনিক বিল্ডিং-এর অনুকরণে পুজোমন্ডপ তৈরী করছেন শিল্পী প্রশান্ত পাল৷
এছাড়াও চন্দননগরের লাইট, ও সুদৃশ্য মাতৃ প্রতিমা এবার উপস্হাপিত করতে চলেছে বলে জানালেন ক্লাব সদস্যরা৷
শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আর ঠিক তিন মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্যও ৷যত দিন যাচ্ছে বেড়ে চলেছে খুঁটি পুজোর চাকচিক্য। আগের পুজো প্যান্ডেলের উদ্বোধনে দেখা যেত তারকা বা রাজনৈতিক ব্যক্তিত্বদের। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে খুঁটি পুজোর দিন থেকে বিভিন্ন তাবড় পুজো প্যান্ডেলগুলিতে বসে আমন্ত্রিত তারকাদের হাট।