Durga Puja 2022: ৪৩ হাজার পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান, বিদ্যুতের বিলে আরও ছাড় ,বড় ঘোষণা মমতার

0
884

দেশের সময়: পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। গত দু’বছর এই অঙ্ক ছিল ৫০ হাজার টাকা।

গত বছর বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। এবার সেটা বাড়িয়ে ৬০ শতাংশ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিদ্যুৎ পর্ষদের কাছে এদিন সমন্বয় বৈঠকের মঞ্চ থেকেই অনুরোধ জানান মমতা।

ইউনেস্কোর আবহমান ঐতিহ্যের শিরোপা পাওয়ার পর এবারই প্রথম দুর্গাপুজো। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন ১ সেপ্টেম্বর মিছিল করে তা উদযাপন করা হবে। এদিন আরও একবার সেকথা মনে করিয়ে দেন মমতা। ওইদিন দুপুর দুটোর সময়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে শুরু হবে মিছিল। কোভিডের জন্য মাঝে দু’বছর পুজো কার্নভাল হয়নি। এবার সেটাও হবে। ৮ অক্টোবর কলকাতায় রেডরোডে হবে কার্নিভাল। জেলার কার্নিভাল হবে ৭ অক্টোবর।

রাজ্য সরকারের আর্থিক অবস্থা ভাল নয়। তা গত কয়েক মাস ধরেই বিভিন্ন বৈঠকে বলছেন মুখ্যমন্ত্রী। এদিনও বক্তৃতার মধ্যে পুজো উদ্যোক্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, এবার কিন্তু আপনাদের টাকা দিতে হবে! কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। ১০০ দিনের কাজের টাকা বকেয়া পড়ে রয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের বরাদ্দ ছাঁটাই করতে হচ্ছে।

তবে এ হেন আর্থিক অবস্থার মধ্যেও পুজোর জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভাঁড়ার শূন্য। তবে আমি আশা করি মা দুর্গা ভাঁড়ার পূর্ণ করে দেবেন।”
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যে রেজিস্টার্ড পুজোর সংখ্যা ৪০ হাজার ৯২টি। এই সবকটি পুজো কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এই জন্য রাজ্য সরকারের খরচ হবে ২৪০ কোটি ৫৫ লক্ষ ২০ হাজার টাকা।

Previous articleSchool Uniform : দু-সেট করে ইউনিফর্ম দিতেই হবে ,সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
Next articleSuvendu Adhikari: ফের দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়ের গাড়ি, কেমন আছেন বিরোধী দলনেতা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here