অর্পিতা বনিক, বনগাঁ: ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে বনগাঁ পুরসভার পক্ষ থেকে ১ লা সেপ্টম্বর বৃহস্পতিবারই বাটার মোড় সংলগ্ন এলাকায় দূর্গা মায়ের একটি প্রতীকী মূর্তি স্থাপন করে তাঁর শুভ উন্মোচনের মাধ্যমে এবারের দূর্গা পূজো শুরু হয়ে গেছে মহা সমারোহে ৷ দেখুন ভিডিও :
দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে ইউনেস্কোর তরফ থেকে। এই শিরোপা পেয়ে বিশ্বের দরবারে বিশেষ স্থান করে নিয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। ক্যালেন্ডার বলছে আগামী ১ অক্টবর পুজো ৷ তার আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের অন্যান্য জায়গার মতো বনগাঁতেও শুরু হয়েগিয়েছে তার প্রস্তুতি।
করোনা পরিস্থিতিতে মাঝে দু- বছর দুর্গা উৎসবের আয়োজন অনেকটাই খামতি থেকেছে। গতবছর ইউনেস্কোর পক্ষ থেকে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। তাই এ বছর রাজ্য সরকারের উদ্যোগে সাড়ম্বরের সাথে দুর্গা উৎসব পালন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে পয়লা সেপ্টেম্বর রাজ্যজুড়ে জেলায় জেলায় শোভা যাত্রার আয়োজন করা হয়।
বনগাঁ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বনগাঁ শহরে অনুষ্ঠিত হবে শোভাযাত্রা। বনগাঁ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন সেই শোভাযাত্রায়। এছাড়াও এবছর বনগাঁয় অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল৷
আসন্ন দুর্গাপূজা নিয়ে ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। পুজোর সময় আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়গুলি ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সুষ্ঠুভাবে সাধারণ মানুষ যাতে পুজোয় অংশগ্রহণ করতে পারে, সে বিষয়গুলো খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।
এ বারের পুজোর গুরুত্বপূর্ণ তারিখ ও আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
প্রথমত ছিল ১ সেপ্টেম্বরের মিছিল, এ ছাড়াও পুজো উপলক্ষে ক্লাবগুলোকে দেওয়া অনুদানের পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০ হাজার টাকা। রাজ্যের প্রায় ৪৩ হাজার ক্লাব এই অনুদান পাবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এত দিন কেবল মাত্র কলকাতার পুজো কমিটিগুলির মধ্যে বৈঠক সীমাবদ্ধ রাখতেন। তবে এ বারে জেলার পুজো কমিটিগুলিও ছিল।
অন্য দিকে এ বার দুর্গাপুজো বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারের পুজোয় হবে স্পেশাল আয়োজন। কারণ, এ বার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পর প্রথমবার পুজোয় বিপুল আয়োজন করা হচ্ছে। সেই কারণেই বিস্তারিত আয়োজন।
ইতি মর্ধেই ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে দুর্গাপুজো উপলক্ষে বিশাল মিছিল হয়ে গেছে কলকাতায় ও জেলায়, জেলায়, পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এই দিন থেকেই।
২১,২২,২৩ পুজোর প্রস্তুতি দেখতে বিদেশ থেকে পর্যটকদের দল আসবে
২৪ সেপ্টেম্বর, অর্থাৎ মহালয়ার আগের দিন থেকে পুজো শুরু হবে রাজ্যে।
৫, ৬, ৭, ৮ সেপ্টেম্বর ঠাকুর বিসর্জনের দিন ঠিক হয়েছে।
জেলায় জেলায় ঠাকুর বিসর্জন হবে ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত
কলকাতায় পুজো কার্নিভাল হবে ৮ অক্টোবর।
এ ছাড়া সরকারি ছুটি থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।
কালীপুজোতেও থাকছে দু’দিন ছুটি