Durga Puja 2022: তৃতীয়ায় দুর্গাপুজো উদ্বোধনে ট্রিপল সেঞ্চুরি মুখ্যমন্ত্রীর! সেই তালিকায় বনগাঁর শিমুলতলা আয়রনগেট স্পোর্টিং ক্লাব : দেখুন ভিডিও

0
1201

অর্পিতা বনিক, বনগাঁ: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা । গোটা বছর যে যেখানেই থাকুন না কেন, এই সময়টায় ঘরে ফিরতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিরা। চারদিনের আড্ডা, খাওয়া-দাওয়া, প্যান্ডেল হপিং, পুজোর আগে শপিংয়ের উত্তেজনা আর সবশেষে বিসর্জনের মন খারাপ-বাঙালি মজে আছে এই কার্নিভালেই। এ বারে আবার মেগা সেলিব্রেশন। ইউনেস্কো থেকে পাওয়া স্বীকৃতির পরে ২০২২ সালের এবারের দুর্গাপূজা হতে চলেছে আরও বেশি আকর্ষণীয়। তাই এই কার্নিভালের খুঁটিনাটি পাঠকের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর আমরা অর্থাৎ দেশের সময় ৷

কোথাও থিম পুজো তো কোথাও সাবেক পুজো – কলকাতার পাশাপাশি বনগাঁ শহরবাসীদের এক কথায় এই উৎসব নিয়ে উৎসাহের কোনও অন্ত নেই।
তবে ২০২০ এবং ২০২১ সালে করোনার চোখ রাঙানির জন্য সেভাবে মানুষ পুজোর দিন উপভোগ করতে পারেনি। বহু পুজো হয়েছে শুধুই রীতি মেনে, কোনও জাঁকজমক ছাড়া। ফলে এ বছর করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও মানুষের মধ্যে পুজো নিয়ে মানুষের আবেগ, উন্মাদনা অনেকটাই বেশি।

দু’বছর পুজো হয়েছে নামমাত্র। ফলে এ বারে কমর বেঁধে নেমে পড়েছে পুজো কমিটিগুলি। বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে বহু ক্লাবের ভার্চুয়াল উদ্বোধন হয়েগেছে ইতি মধ্যেই ৷ তেমনই তৃতীয়াযর বিকালে উত্তর ২৪ পরগনার বনগাঁর শিমুলতলা আইরনগেট স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

দেখুন ভিডিও:

আয়রনগেট স্পোর্টিং ক্লাবের কর্ণধার তথা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ও বর্তমান উপপৌরমাতা জ্যোৎস্না আঢ্য বলেন শিমুলতলার এই পুজোকে ঘিরে বনগাঁর মানুষের উদ্দিপনা উৎসাহের শেষ নেই তার উপরে মুখ্যমন্ত্রী উদ্বোধন করায় সেই উন্মাদনা আরও বৃদ্ধি পেয়েছে৷ পুলিশ প্রশাসনের নির্দেশ মতোই এবার পুজোর আয়োজন করা হয়েছে ৷ ঝিনুকের দুর্গামূর্তি দেখে মুগ্ধ হবেন দর্শনার্থীরা এমনটাই মনে করছেন তাঁরা৷

বনগাঁ শহরে পুজোয় কোন রাস্তা বন্ধ, মণ্ডপে যাবেন কোন পথে? কোথায় কোথায় ড্রপগেট রয়েছে জানালেন বনগাঁ জেলা পুলিশ সুপার জয়িতা বসু৷

দেখুন ভিডিও

বিরোধীরা মুখ্যমন্ত্রীর দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে যতই নিন্দা করুন তিনি কিন্তু নির্লিপ্তভাবেই কাজ করে চলেছেন। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৬৫০টির বেশি দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে ২৬৩টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। আর মঙ্গলবার ত্রিধারা সম্মিলনী থেকে ৪০০টিরও বেশি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন। আর তৃতীয়াতে আজ ৩০০টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

লাগাতার পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেক দিনে প্রায় ৩০০ পুজো উদ্বোধনের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। তারই মাঝে রাজ্যের অন্যতম মন্ত্রী, শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পুজো উদ্বোধনে গিয়ে অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। পুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রী প্রবেশ করলেন ঢাক বাজাতে বাজাতে।

পাশেই কাঁসর-ঘণ্টা বাজিয়ে মুখ্যমন্ত্রীর ঢাকের তালে তাল দিলেন অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমও। বুধবার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঢাক বাজাতে দেখা যায় তাঁকে। কাঁধে ঢাক তুলে নিয়ে বোল তুলতেও দেখা যায়।

সুরুচি সংঘের মণ্ডপে সুন্দরভাবে যে আলপনা দেওয়া রয়েছে, সেই আলপনার উপর ঢাক রেখেই পেশাদার ঢাকির কায়দায় এদিন ঢাক বাজান মুখ্যমন্ত্রী। স্বভাবতই মুখ্যমন্ত্রীর এই নয়া অবতারে রীতিমতো হতবাক অনেকেই৷

সুরুচি সংঘের মণ্ডপ থেকে মমতা জনসাধারণের উদ্দেশে বার্তাও দেন মুখ্যমন্ত্রী ৷ উৎসবের দিনগুলিতে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন তিনি । মমতার কথায়, “ধর্ম যার যার নিজের, তবে উৎসব সবার। তাই উৎসবের দিনগুলি সকলের ভালো কাটুক, সকলেই সুস্থ থাকুন। এমনটাই আশা মুখ্যমন্ত্রীর৷

Previous articleWeather Alert: বৃষ্টিতে ভিজবে ১৪ রাজ্য, ষষ্ঠী থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে
Next articleথ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য কলমবাগান অক্ষয় সংঘের দুর্গা পুজো মন্ডপেই আয়োজিত হল রক্তদান শিবির দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here