Durga Puja 2021: মহালয়াতেই পুজো শুরু মুখ্যমন্ত্রীর, ‘জাগো বাংলা’-র পূজাবার্ষিকী প্রকাশ করবেন মমতা, সঙ্গে আরও চমক

0
411

দেশের সময় ওয়েবডেস্কঃ দেবীপক্ষের সূচনাতেই পুজো শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বুধবার মহালয়ার দিনে ৬টি পুজোর উদ্বোধন করবেন তিনি। মূলত দক্ষিণ কলকাতার এই প্রত্যেকটি পুজো জনসমাগমে একে অপরকে টেক্কা দেয়। পুজো উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী। কলকাতা ও আশেপাশের পুজো উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন বহু উদ্যোক্তা। সচিবালয়ে লম্বা তালিকা জমা পড়ে। প্রত্যেক বছর সেই তালিকা থেকে বাছাই করা পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছরের মতো এবারও মহালয়ায় তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’-র পুজোবার্ষিকী প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর তিনটেয় নজরুল মঞ্চে পত্রিকাটি প্রকাশিত হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রকাশ করবেন একটি গানের অ্যালবাম। গীতিকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। গানগুলি গেয়েছেন বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী, ইন্দ্রনীল সেন প্রমুখ। এই অ্যালবামেই থাকছে চমক।

গত কয়েক বছর ধরেই পুজোর গান লেখেন মমতা। সুরও দেন তিনি। মিউজিক অ্যারেঞ্জ করেন ইন্দ্রনীল সেন। এবার শোনা যাচ্ছে, অ্যালবামের একটি গান গেয়েছেন মমতা স্বয়ং। এই প্রথমবার রেকর্ডে শোনা যাবে মুখ্যমন্ত্রীর গান। গত বুধবার সন্ধ্যায় মমতা গিয়েছিলেন ইন্দ্রনীল সেনের বাড়িতে। তার পরদিনই ছিল ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। যেখানে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। প্রশ্ন উঠেছিল, ভোটের আগের দিন কেন গায়কের বাড়িতে অতক্ষণ কাটালেন মমতা?

ইন্দ্রনীল সেনের বাড়িতে উপস্থিত ছিলেন নচিকেতাও। সেখানে মমতা কেন গিয়েছিলেন, তা নিয়ে দুই গায়কের কেউই মুখ খোলেননি। কানাঘুষোয় শোনা যায়, পুজোর গানের জন্য রেওয়াজ করতে গিয়েছিলেন মমতা। তার পরেই জানা গেল, মহালয়ার সন্ধ্যায় মমতার গাওয়া গান সহ অ্যালবাম রিলিজ হবে।

এবার মমতা যে অ্যালবামটি প্রকাশ করছেন, তার নাম ‘জননী’। এদিন সন্ধ্যায় নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী রাজনীতি নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করতে পারেন। নজরুল মঞ্চের অনুষ্ঠানের পরে মমতা কয়েকটি পুজোরও উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

Previous articleদেশের সময় পুজোর ফ্যাশন: আজকের মডেল সুনয়না মুখার্জী
Next articleমহালয়ার সকালে ঢাকের বোল, ‘বলো দুর্গা মাইকি’ জয়ধ্বনিতে উমা এলেন মণ্ডপে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here