Durga Puja) কলকাতা সহ জেলার ১০৩টি পুজো পেল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’, রইল তালিকা

0
834

দেশের সময় ওয়েবডেস্কঃ ষষ্ঠীর দিনেই সুখবর এল। কলকাতা সহ জেলার ১০টি পুজো পেতে চলেছে রাজ্য সরকারের ‘বিশ্ব বংলা শারদ সম্মান’।

প্রতি বছরের মতো এবছরেও সেরা পুজোগুলিকে বাছাই করা হয়েছে।কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা এবং জেলাগুলি মিলিছে ১০৩টি পুজোকে নির্বাচিত করা হয়েছে।

করোনা মহামারীর জন্য এ বছরেও কলকাতা ও ২০টি জেলা মিলিয়ে ফর্ম বিলির পরিবর্তে অনলাইনে পুজো কমিটিগুলির আবেদনপত্র চাওয়া হয়েছিল। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা যেমন কলকাতা পুরসভা, দক্ষিণ দমদম, বরা পুরসভা, বিধাননগর পুরসভা, হাওড়া প্রভৃতি এলাকায় সেরা পুজো বাছাই করা হয়েছে। যে সকল বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে সেগুলি হল—সেরার সেরা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা সাবেকি, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা পরিবেশবান্ধব, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং, অন্য ভাবনা, কোভিড সচেতনতা (স্বাস্থ্যবিধি) এবং সেরা কোভিড-যোদ্ধা। এই বছর ৩৬টি পুজো কমিটিকে সেরার সেরা বাছা হয়েছে।

দেখুন তালিকা :

Previous articleDurga Puja Weather: বোধনেই সুখবর, পিছিয়ে গেল নিম্নচাপ, জানুন গোটা পুজোয় আবহাওয়ার খবর
Next articleদেশের সময় পুজোর ফ্যাশন: আজকের মডেল রাজপ্রিয়া ভৌমিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here