DURGA 2023: দেশ ছাড়লেও সাবেকি প্রতিমা তৈরি ছাড়েননি গোপালনগরের মৃৎ শিল্পী গোবিন্দ পাল, ছেলে বিজয়ের মন থিমে: দেখুন ভিডিও

0
522

অর্পিতা বনিক, দেশের সময়: ঠাকুর গড়াতো  শুধু পরম্পরা নয়, এরসঙ্গে মিশে আছে আত্মিক টান। তাই দেশ ছাড়লেও বচ্ছরকার পাঁচটি দিনকে ভুলতে পারেননি পালেরা। এদেশেও নিয়ম মেনেই প্রতিমা তৈরিতে  মাতে গোটা পরিবার। কিন্তু দেশভাগের যন্ত্রণা বুকে নিয়ে সেই আনন্দকে মাটি করতে রাজি নন পাল পরিবারের কেউই। রীতি মেনে ৫০ বছর ধরে  বাঁশ-কাঠামোতেই মাটি দিয়ে মা দুর্গার প্রতিমা তৈরি করে আসছেন উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা গোবিন্দপাল ৷ দেখুন ভিডিও

গোবিন্দবাবুর কথায় তিনি সাবেকি দুর্গা প্রতিমা তৈরি করতেই বেশি পছন্দ করেন ৷ তার তুলির টানে দেবী দুর্গার সাবেকি রূপই ফুঁটে ওঠে বারবার ৷কিন্তু তাঁর ছেলে বিজয় পাল আধুনিক সময়ে দাঁড়িয়ে আছেন ৷ বিজয়ের কথায় সাবেকি দুর্গা খুবই ভাল তবে বর্তমানে থিমের প্রতিমার চাহিদা বেশি এবং সংখ্যায় অনেক বেশি বরাত পাওয়া যায় সেই সঙ্গে আর্থিক দিক থেকে বলতে গেলে উপার্জনও অনেকবেশি তাই থিমের ঠাকুরই তাঁকে বেশি টানে ৷ তিনি আরও জানান এবছর ২০টি থিমের উপরে প্রতিমা গড়েছেন সেখানে সাবেকি ঠাকুর মাত্র ৮টি ৷

Previous articleUttarBanga:সিকিমের নদীতে নিখোঁজ ২৩ সেনা জওয়ান, তিস্তায় ভেসে এল ৩ টি দেহ,নজরে আসতেই শোরগোল,উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
Next articleED Raid: পুর নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি হানা, আরও ১২ জায়গায় চলছে ম্যারাথন তল্লাশি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here