Durga :পুজো কোন শিবিরের সবুজ না লাল! এখনও শুরুই হয়নি প্যান্ডেলের বাঁশ বাঁধা, বাদুড়িয়া ব্লকের কেওটশা গ্রামে তবে কি এবার পুজো বন্ধ?

0
375
সুস্মিতা পাল :

উত্তর ২৪ পরগনা,বাদুড়িয়া :সামনেই দুর্গাপুজো সকলের মনেই আনন্দ। দুর্গা পুজো মানেই তো নতুন জামা কাপড় আর খাওয়া-দাওয়া রাত জেগে ঠাকুর দেখা। কম-বেশি সমস্ত পূজা কমিটিতে মন্ডপের কাজ প্রায় শেষের পথে।

কিন্তু উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের কেওটশা গ্রামের সৎ সেবা সংঘে দেখা যাচ্ছে অন্য ছবি। এখনো পূজার মন্ডপের জন্য বাঁশ বাধাই হয়নি। কমিটির সদস্যরা বলছেন এবার হয়তো পূজো হবে না বা নব নব করেই পুজো সারতে হবে।

৫৩ তম বছরে পদার্পণ করেছে ব্যবসা সবচেয়ে বা সংঘের দুর্গাপুজো। প্রতিবছরের ন্যায় এবারও জাঁকজমক করে পুজোর আয়োজন শুরু হয়েছিল। কিন্তু কমিটির সদস্য বা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এবার পঞ্চায়েত ভোটে কেওটশা গ্রাম দুটি বুথে বিভক্ত হয়ে গেছে। এবং একটি বুথে তৃণমূল ও অন্য একটি বুথে সিপিএম পার্টি জয়ী হয়েছে।

এখন তৃণমূল পার্টির কিছু সদস্য এই দুর্গাপূজা তাদের নিয়ম মত করতে চাইছে। কিন্তু জানা গেছে তারা এই ক্লাবের কোনো সদস্যই নন। এমনকি তারা ক্লাবের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার তাদের সাথে ঠিকমতো আলোচনা না করেই নিজেদের ইচ্ছামত পুজো করতে চাইছে। এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে।‌ ক্লাব কর্তৃপক্ষ পুজোর জন্য যখন স্থানীয় থানা থেকে অনুমতি নিতে চাইছে। তখন তৃণমূল পার্টির কিছু সদস্যরা গিয়ে সেই অনুমতি বাতিল করে দিচ্ছে বলে অভিযোগ৷

তাই এই পরিস্থিতিতে এখনো পূজোর মন্ডপে বাঁশও বাঁধা হয়নি। এখনো অবধি পুজো হবে কিনা ঠিক করে উঠতে পারেনি। ক্লাব কর্তৃপক্ষও ৷ গোষ্ঠী দ্বন্দ্বের জের শেষ পর্যন্ত পুজো বন্ধ হয়ে যায় কিনা সেই আশঙ্কায় রয়েছে গ্রামবাসীরা।

Previous articleDurga: বৃষ্টির জেরে বন্ধ ছিল মছলন্দপুরের চন্ডিপুর যুব সংঘের পুজো প্রস্তুতি,রোদের দেখা মিলতেই ফের শুরু প্যান্ডেলের কাজ
Next articleDengue Panic : ডেঙ্গি আতঙ্কে মশারি খাটিয়ে প্রতিমা তৈরির কাজ করছেন শিল্পী,সেই ছবি ধরা পড়ল দেশের সময়-এর ক্যামেরায় : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here