Duare Sarkar: ‘ডিজিটাল ইন্ডিয়া ২০২২’-এর অধীনে সম্মানিত হল মমতার দুয়ারে সরকার প্রকল্প,রাষ্ট্রপতির হাত থেকে প্ল্যাটিনাম পুরস্কার নিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

0
288

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার’ জাতীয় স্তরে জিতেছে প্ল্যাটিনাম পুরস্কার। আগেই ঘোষণা হয়েছিল, শনিবার সেই পুরস্কারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেই পুরস্কার নিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ‘ডিজিটাল ইন্ডিয়া ২০২২’-এর অধীনে সম্মানিত হল মমতা সরকারের দুয়ারে সরকার প্রকল্প। নয়াদিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত অনুষ্ঠানে সেই পুরস্কার নিল পশ্চিমবঙ্গ।

পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণ মূলক উদ্যোগ রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দুয়ারে সরকার’ নামে এই প্রকল্পের উদ্বোধন করেন। পাড়ায় পাড়ায় বসে ক্যাম্প। সেইসব ক্যাম্পে গিয়ে রাজ্যবাসী সরকারি বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা পাওয়ার জন্য নতুন করে আবেদন কিংবা ভুল সংশোধনেরও আবেদন করতে পারেন।

দুয়ারে সরকারের এই সাফল্যকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বসভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘এই সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রমের ফল।’

২০২০ সালের ১ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত নাগরিক এই প্রকল্প পাঁচটি ধাপে সংগঠিত হয়েছে। রাজ্যজুড়ে সাড়ে তিন লাখের বেশি ক্যাম্প থেকে সাড়ে ৬ কোটিরও বেশি পরিষেবা প্রদান করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।

Previous articleWeather Update: ‌দিল্লি ২ ডিগ্রি ঠান্ডায় কাঁপছে, বহাল ঠান্ডার আমেজ বাংলায়
Next articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here