Duare Sarkar: আপনার পাড়ায় দুয়ারে সরকারের ক্যাম্প কবে ?জানুন

0
545

দেশের সময় ওয়েবডেস্কঃ বিধানসভা ভোটের অনেক আগেই ‘দুয়ারে সরকার’ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতো কিছুদিন বাদে-বাদেই দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে

এবার ফের জানুয়ারি মাসের দুয়ারে সরকার প্রকল্পের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ২ থেকে ১০ জানুয়ারি হবে দুয়ারে সরকার। দ্বিতীয় দফায় ২০ থেকে ৩০ জানুয়ারি হবে এই প্রকল্পের কাজ। আর দুয়ারে সরকারের যাবতীয় নিষ্পত্তি

তবে, দুয়ারে সরকারের প্রকল্পে সবচেয়ে বেশি নজর কেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। গত ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেতে শুরু করেছেন বাংলার মহিলারা। তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদন করা যায়, দরখাস্ত দিতে হয়। এর মাধ্যমে তফসিলি

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সুবিধা প্রদানের জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও কখনও যোগ্য সুবিধাভোগীরা সচেতনতার অভাবে সরকারি স্কিমগুলির সুবিধা পেতে সক্ষম হন না।

তা ছাড়া, কখনও কখনও অনলাইন আবেদনের সুবিধাও পাওয়া যায় না অনেক প্রকল্পের ক্ষেত্রে। এই পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার ১ ডিসেম্বর, ২০২০ থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিল।

Previous articleমেঘ-বালকের মতো ফলসা ঘনিয়ে ওঠে: কল্যাণ চক্রবর্তী
Next articleবনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্ক আঢ্যের মন্তব্যের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে একহাত নিলেন তৃণমূল নেতৃত্ব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here