Droupadi Murmu: ভারতের রাষ্ট্রপতি পদে শপথ নিয়েই প্রথম বক্তৃতায় যা বললেন দ্রৌপদী মুর্মু

0
859

দেশের সময় ওয়েবডেস্কঃ ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের সাংবিধানিক প্রধান হিসাবে সোমবার আনুষ্ঠানিক ভাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু । সংসদের সেন্ট্রাল হলে এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা।

দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, এবং দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। আজ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথের আগে গান্ধীর সমাধিস্থলে  শ্রদ্ধাজ্ঞাপন করেন।


সাংবিধানিক রীতি অনুযায়ী সেন্ট্রাল হলে শপথ বাক্য করার পর সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা দেন নব নির্বাচিত রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মুও এদিন শপথ বাক্য পাঠের পর সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন। তা তিনি যে মূল বিষয়গুলি ছুঁয়ে গিয়েছেন তা একনজরে –

“আমার নির্বাচনই প্রমাণ দেশের গরিবরা স্বপ্ন দেখলে তা সার্থকও করতে পারেন”।

“এক সময়ে প্রাথমিক শিক্ষা অর্জন করাই আমার স্বপ্ন ছিল”।

“আমি দেশের যুব সম্প্রদায়কে বলতে চাই, শুধু নিজের ভবিষ্যতের কথাই ভেবো না, দেশের ভবিষ্যতের জন্য ভিত গড়ার কথাও ভাব। রাষ্ট্রপতি হিসাবে আমি সবসময়ে তোমাদের পাশে থাকব।”

“দেশের প্রান্তিক মানুষের কল্যাণই হবে আমার লক্ষ্য।”
“ভারত সার্বিক উন্নয়নের দিকে এগোচ্ছে… কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াই আন্তর্জাতিক স্তরে দেশের প্রভাব বাড়াতে সাহায্য করেছে।”

Previous articleDroupadi Murmu : আজ সকাল সোয়া দশটায় শপথ নেবেন দেশের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Next articlePartha Chatterjee: ভুবনেশ্বর এইমস-এ পার্থ চট্টোপাধ্যায়, আদালতের নির্দেশে মন্ত্রীর শারীরিক পরীক্ষা,এইমসের গেটের বাইরে বাংলার মানুষের জটলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here