DRAMA: নাট্যসেতুবন্ধন ২০২২ এর আয়োজনে বজবজের অঙ্গন নাট্য সংস্থা

0
598

পিয়ালী মুখার্জি : বজবজ অঙ্গন নাট্য সংস্থা দক্ষিণ ২৪ পরগণার একটি অতি পরিচিত নাট্যদল। জন্মলগ্ন থেকেই এই সংস্থা ধারাবাহিক ভাবে থিয়েটারের বিভিন্ন কাজের সঙ্গে সংযুক্ত ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় এই সংস্থা আয়োজন করেছে আয়োজন করছে “নাট্যসেতুবন্ধন ২০২২” শীর্ষক নাট্য উৎসবের।

আগামী ৩রা ও ৪ঠা সেপ্টেম্বর বাটানগর স্পোর্টস ক্লাব এ অঙ্গন এর আয়োজনে পাঁচটি নাট্যদল মঞ্চস্থ করতে চলেছে তাদের নিজস্ব প্রযোজনা। নাটকগুলি হল ‘নেতাজীনগর সরস্বতী নাট্যশালার নাটক “আঁধারের ধূপছায়া” (নাটকঃ সঞ্জয় চট্টোপাধ্যায়, নির্দেশনাঃ জয়েশ ল) ‘সালকিয়া আগন্তুক নাট্যসংস্থার’ “পশুপতি অপেরা” (নাটকঃ বিমল বন্দোপাধ্যায়, নির্দেশনাঃ তরুণ দাস), ‘খিদিরপুর রং বেরং’ এর নাটক “এক যে আছে কন্যা” (নাটক ও নির্দেশনাঃ তন্ময় চন্দ্র), ‘রানীকুঠি আঙ্গিক’ প্রযোজনা “বাতিঘর” (নাটকঃ সুমন্ত্র চট্টোপাধ্যায়, নির্দেশনাঃ সুশান্ত মজুমদার) এবং ‘সুনীলনগর ড্রামা সেন্টার’ এর নাটক “বেলুন গুরুদেব” (নাটকঃ সৌমিত্র বসু, নির্দেশনাঃ অনুব্রত চক্রবর্তী )।

উৎসবের সূচনাকালে সম্বর্ধনা দেওয়া হবে বজবজ বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও লেখক শ্রী সুবীর দত্তকে। আগামী ৩ ও ৪ তারিখ দর্শক, নাট্যকর্মী ও শুভানুধ্যায়ীদের আগমনে গমগম করবে বাতানগর স্পোর্টস ক্লাব। এই উৎসবকে কেন্দ্র করে মিলিত হবেন স্থানীয় এবং আমন্ত্রিত নাট্যদলের কর্মীরা।

দ্বিতীয় পর্যায় আগামী ২৫শে সেপ্টেম্বর বজবজ পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরণে রেখে অনুষ্ঠিত হবে একটি সেমিনার। বিষয়ঃ ‘স্বাধীনতার ৭৫ বছর ও বাংলা থিয়েটারের পরম্পরা।’ বক্তব্য রাখবেন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক শ্রী শুভাশীষ ব্যানার্জি এবং ভাবনা থিয়েটারের সম্পাদক শ্রী অভীক ভট্টাচার্য , সঞ্চালকের ভূমিকায় থাকবেন বিশিষ্ট নাট্যজন শ্রী শুভাশীষ খামারু। আশাকরা যায় এই উৎসবের উভয় পর্যায়-ই সফল হয়ে উঠবে।

Previous articleINS Vikrant: যাত্রা শুরু ‘মেড ইন ইন্ডিয়া’ বিমানবাহী রণতরী INS বিক্রান্তের, উদ্বোধনে প্রধানমন্ত্রী
Next articleDurga Puja 2022: মুখ্যমন্ত্রীর নির্দেশে এবছর পুজোর আগেই পুজো শুরু বনগাঁয় দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here