Drama: গোবরডাঙায় রবীন্দ্রনাথ নাট্য সংস্থার উদ্যোগে ১ মাস ধরে শিশু নাট্যকর্মশালা

0
478

শ্রাবণী হালদার, গোবরডাঙা: উত্তর ২৪পরগনার গোবরডাঙা রবীন্দ্রনাট্য সংস্থার উদ্যোগে ১৮ই জুলাই শুরু হয়েছে বিদ্যালয়ভিত্তিক শিশু নাট্যকর্মশালা। দলের প্রধান বিশ্বনাথ ভট্টাচার্য জানান, এই নাট্যকর্মশালা চলবে আগামী এক মাস যাবৎ। কর্মশালা দায়িত্বে আছেন নাট্য কর্মী স্মৃতি চক্রবর্তী, রুমকি দে, অতনু রায়, স্বাগত দাস।

বিভিন্ন সজনাত্মক কর্মকান্ডের মধ্যে বিদ্যালয় ভিত্তিক এই নাট্য কর্মশালা ৷ প্রথম পর্যায়ে গোবরডাঙা পৌরসভা অন্তর্গত একটি পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামের কুঠিপাড়া এফ.পি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে এই নাট্যকর্মশালা চলছে। এক মাসের এই কর্মশালায় মূলত বিভিন্ন খেলার মাধ্যমে শিশুদের সৃজনশীল ক্ষমতাকে উদ্ভাবন করা এই কর্মশালার মূল উদ্দেশ্য। কর্মশালা এক মাসের শিখনবৃত্ত সম্পন্নের পর শেষে একটি নাটক নির্মাণ করা হবে। পরবর্তী ধাপে আগস্ট মাসে চাঁদপাড়া ঢাকুরিয়া বালিকা বিদ্যালয় , ঠাকুরনগর রামচন্দ্রপুর হাইস্কুল গুলিতে নাট্যকর্মশালা অনুষ্ঠিত হবে।

কুঠিপাড়া এফ.পি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথায় রবীন্দ্রনাথ নাট্য সংস্থার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাই,তারা এমন প্রত্যন্ত এলাকার শিশুদের চয়ন করেছেন নাট্যশিক্ষা লাভের উদ্দেশ্যে যা সমস্ত শিশুদেরকে আরও সমৃদ্ধ করে তুলবে ৷

Previous articleArpita Mukherjee : অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ২০ কোটি, সঙ্গে বিপুল সোনা, গোনা চলছে
Next articleKunal Ghosh On Partha Chatterjee: টুইট করে পার্থকে বহিষ্কারের দাবি তুললেন কুণাল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here