দেশের সময় ওয়েবডেস্কঃ আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। গত নভেম্বর মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসকে যথেষ্ট ব্যবধানে পরাজিত করেছিলেন ট্রাম্প। বাকি ছিল ক্ষমতার হস্তান্তর। সোমবার (২০ জানুয়ারি) মসৃণভাবেই ঘটল সেই প্রক্রিয়া। ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জেডি ভান্স।
‘ওয়েলকাম হোম’ বলে হোয়াইট হাউসে ভাবি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানালেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার, আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার বেশ কিছুটা আগেই চা পানের জন্য হোয়াইট হাউসে পৌঁছে যান ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প। তাঁদের স্বাগত জানান জো এবং জিল বাইডেন।
এ দিন ৭৮ বছর বয়সী ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান আমেরিকান সুপ্রিম কোর্টের বিচারপতি, ব্রেট কাভানাঘ। ঠাকুমার মায়ের দেওয়া একটি বাইবেলে হাত রেখে শপথ নেন ট্রাম্প। পাশে ছিলেন স্ত্রী মেলানিয়া এবং ট্রাম্পের তিন ছেলে ও দুই মেয়ে। অন্য পাশে দাঁড়িয়ে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো ও জিল বাইডেন এবং বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। সবথেকে বয়স্ক ব্যক্তি হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট হলেন ট্রাম্প।
https://x.com/wembi_steve/status/1881370524707860512?t=AMlerOM6_o49pG6cGbhPoA&s=19
এদিনের অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিন্টন এবং বারাক ওবামাও।
সাধারণত ক্যাপিটল ভবনের বাইরেই হয়ে থাকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু, ওয়াশিংটন ডিসিতে সোমবার তাপমাত্রা ছিল মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র শীতের কারণে ডোনাল্ড ট্রাম্প শপথ নেন ক্যাপিটল ভবনের ভিতরে। তার আগে ঐতিহ্য মেনে হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে এক চা পানের পার্টিতে মিলিত হন ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প।
হোয়াইট হাউসে আসার আগে, হোয়াইট হাউসের ঠিক বিপরীতে অবস্থিত ওয়াশিংটন ডিসির সেন্ট জোনস এপিস্কোপাল চার্চে প্রার্থনা করেন ট্রাম্প। গির্জায় একেবারে সামনের সারিতে ট্রাম্প দম্পতির সঙ্গে বসেছিলেন তাঁদের ছেলে ব্যারন এবং নয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তাঁর স্ত্রী উষা ভান্স। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফেসবুকের সিইও মার্ক জ়াকারবার্গ এবং অ্যামাজনের সিইও জেফ বেজোসকেও দেখা গিয়েছে গির্জায়। সব মিলিয়ে প্রায় ৩০ মিনিট ধরে চলে এই প্রার্থনা।