Diwali Message: ‘আলোকিত হোক জীবন’, দীপাবলিতে টুইটে শুভেচ্ছাবার্তা মোদী-শাহ, রাষ্ট্রপতির

0
327

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ দীপাবলি। আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আলো, প্রদীপের সাজে সেজে উঠেছে দেশ। বিভিন্ন রাজ্যে, বিভিন্নভাবে পালিত হচ্ছে দীপাবলি। রাজ্যে যেমন মা কালীর আরাধনায় মত্ত সকলে, তেমনই আবার গোয়ায় অসুরকে জ্বালিয়ে আলের উৎসবের সূচনা করা হয়েছে। উৎসবের এই দিনে সকালেই শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকালেই টুইটারে দীপাবলির শুভেচ্ছা জানান দেশের নেতারা।

এদিন সকালেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে বলেন, “সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতার সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দের সঙ্গে দীপাবলি কাটান, এই আশাই করি।”

প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি টুইট করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিও দীপাবলির শুভেচ্ছা জানান। টুইটবার্তায় তিনি লেখেন, “আলো ও আনন্দের এই শুভ অনুষ্ঠানে আসুন আমরা সকলে মিলে তাদের জীবনে খুশি নিয়ে আসি জ্ঞান ও শক্তির প্রদীপের মাধ্যমে।”

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “এই দীপাবলির উৎসবে সকলের খুশি, আনন্দ, সুস্বাস্থ্যের কামনা করি।”

Previous articleCyclone Sitrang: সাগর থেকে ৫০০ কিমি দূরে সিত্রাং! জারি হল লাল সতর্কতা,ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নেওয়া হচ্ছে কী কী প্রস্তুতি?
Next articleCyclone Sitrang: সাগর থেকে দূরত্ব কমছে সিত্রাং-এর, ক্রমেই রূপ বদলাচ্ছে দিঘার সমুদ্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here