Diwali Horoscope: দীপাবলিতে চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন

0
452

মেষ/ARIES
অভিমান। জীবাণু সংক্রমণ। সঞ্চিত অর্থ ব্যয়। শিক্ষকদের জন্য শুভ। বন্ধু বিয়োগ হতে পারে। 

বৃষ / TAURUS
বিদ্যুৎ থেকে বিপদ। প্রিয়জনসঙ্গ। কাজের চাপ বৃদ্ধির সম্ভবনা আছে। মামলায় জয়। সম্পত্তির সংস্কার। 

মিথুন GEMINI
অর্থ ব্যয়। ঋণমুক্তি। সহানুভূতি লাভ। দাম্পত্য কলহ। সম্পত্তি ক্রয়। সৃষ্টিশীল কাজ। উন্নতির যোগ। 

কর্কট CANCER
উচ্চ শিক্ষার সুযোগ। আশাভ্রষ্ট। ভ্রমণ যোগ রয়েছে। পরোপকার। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন।

সিংহ LEO
শ্বাসকাসাদিতে কষ্ট। প্রেমের সম্পর্ক মধুর হবে। প্রশিক্ষণে সাফল্য। তৃতীয় ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত বিষয় এবং সম্পর্ক সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার কারণে সঙ্গীর অসন্তুষ্টি।

কন্যা VIRGO
বিষণ্ণতা। নতুন চাকরীর সুযোগ। অনুশোচনা। চিকিৎসায় বাধা। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। ভেবে চিন্তে যে কোনও কথা বলুন আজ। 

তুলা LIBRA
স্বাস্থ্যহানি। অতিরিক্ত ব্যয়। অর্থাগম হতে পারে। দুঃসংবাদ। বিশ্বাসঘাতকটা। অর্থক্ষতি। প্রবঞ্চনা। বদলির সম্ভাবনা। সৎকর্মে ব্যয়। 

বৃশ্চিক SCORPIO
শ্লেষ্মা বৃদ্ধি। প্রেমের জন্য ভাল সময়। নির্ভীকতা প্রদর্শন। মতবিরোধ। সমস্যার সমাধান। মত বিরোধ। উদ্বেগ বৃদ্ধি।

ধনু SAGITTARIUS  সাধু সঙ্গ। স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রতিদ্বন্দিতায় সাফল্য। বিপদের আশঙ্কা। বিনিয়োগে উপকার হবে। অপমানিত। 

মকর CAPRICORN
বৃত্তিগত প্রশিক্ষণ। স্বাস্থ্যোন্নতি হবে। মান যশ বৃদ্ধি। স্নায়ুরোগে কষ্ট। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। শ্রমিক অশান্তি। 

কুম্ভ AQUARIUS
সম্মান প্রাপ্তি। দুর্ঘটনায় যোগ। সমৃদ্ধি যোগ। লটারিতে অর্থপ্রাপ্তি। পারিবারিক সমস্যা। বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। 

মীন PISCES
পরীক্ষায় সাফল্য। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান।  বিপদাশঙ্কা। শক্রির অপচয়। আত্মীয়বিরোধ। বিফলতা। কেরিয়ারের জন্য ভাল সময়। 

Previous articleKali Puja: রাত পোহালেই কালীপুজো,দীপান্বিতার দ্বীপ-জ্বলে উঠল উত্তর২৪পরগনায়ঃ
Next articleHappy Diwali 2021 Wishes: দীপাবলির শুভেচ্ছা! WhatsApp, Facebook, Instagram-এ সকলকে পাঠান ভার্চুয়াল উইশ বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here