Digital News Media: ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্র সরকার,আইন পাশ হতে চলেছে

0
580

দেশের সময় ওয়েবডেস্কঃ এই প্রথম ডিজিটাল সংবাদমাধ্যমকে আইনের আওতায় আনা হবে। সেই আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্থান থাকবে বিলে। 

এবার কড়া নজরদারি চলবে ডিজিটাল মিডিয়াতেও । তার জন্য আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর জন্য প্রয়োজনীয় আইন সংশোধনী করে বিলটি সংসদের আসন্ন অধিবেশনে পেশ করা হবে বলে জানা গেছে।

সূত্রের খবর, আইন পাশ হওয়ার ৯০ দিনের মধ্যে ডিজিটাল সংবাদমাধ্যমগুলিকে নথিভুক্তির জন্য আবেদন করতে হবে। নতুন আইন হলে ডিজিটাল মিডিয়াকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে। আইন ভাঙলে রেজিস্ট্রার জেনারেল রেজিস্ট্রেশন বাতিল কিংবা সাসপেন্ড করতে পারবেন।

ডিজিটাল মিডিয়ার রেজিস্ট্রেশনের জন্য প্রশাসনিক মন্ত্রক হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে প্রধান করে এর জন্য একটি পৃথক বোর্ডও গঠন করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রকে ইতিমধ্যে বিলের খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরু করেছে। বিলটি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 

মিডিয়া রেজিস্ট্রেশনের জন্য সংসদের বর্ষাকালীন অধিবেশনে এই বিল পেশ করা হবে। ডিজিটাল সংবাদমাধ্যমকে এই আইনের আওতায় নিয়ে আসার ভাবনাচিন্তা শুরু হয়েছে। আর সে ক্ষেত্রে এই প্রথম ভারতে মিডিয়া নিয়ন্ত্রণের সংশোধিত আইনে অন্তর্ভুক্ত হবে ডিজিটাল মিডিয়া।

নতুন আইন এলে ডিজিটাল সংবাদমাধ্যগুলিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে সরকার, এমনটাই মনে করা হচ্ছে। ডিজিটাল মিডিয়াকে নিয়ন্ত্রণের চেষ্টা এই প্রথম নয়। ২০১৯ সালেও এই নিয়ে তোড়জোড় শুরু হয়। কিন্তু নানা বিতর্কের জেরে তা স্থগিত হয়ে যায়।

Previous articleSister Nivedita :মৃত্যু যখন সামনে এসে দাঁড়িয়েছে, কী বলেছিলেন ভগিনী নিবেদিতা? কেমন ছিল তাঁর জীবনের শেষ দিনটা?
Next articleDesher Samay Epaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here