দেশের সময় , উত্তর ২৪ পরগনা: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিদির দূত কর্মসূচিতে উঠে আসছে একের পর এক অভিযোগ। কোথাও আবাস যোজনায় বঞ্চনা, তো কোথাও পানীয় জলের সমস্যা সংক্রান্ত অভিযোগ।
এবার উত্তর পানপাড়া থেকে চামটা পর্যন্ত গ্রামের রাস্তা খারাপ, রাস্তা সংস্কারের দাবিতে ‘দিদির দূত’ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে ঘিরে ক্ষোভ জানালেন উত্তর ২৪ পরগনার গোপালনগর আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পানপাড়া খড়ের মাঠ গ্রামের বাসিন্দারা।
দিদির দূত কর্মসূচিতে উঠে এল খারাপ রাস্তার প্রসঙ্গ। দিদির দূত কর্মসূচিতে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের সামনে ক্ষোভ উগরে দিলেন এলাকার বাসিন্দারা।
এদিন দিদির দূত কর্মসূচি চলাকালীন পাড়া গ্রামের একটি হরিচাঁদ মন্দিরে যান দিদির দূত বিশ্বজিৎ দাস। মন্দির থেকে বেরোতেই সাধারণ মানুষ তাকে দেখে ঘিরে ক্ষোভ জানিয়ে রাস্তা সংস্কারের দাবি করেন। গ্রামবাসীদের দাবি, একাধিকবার পঞ্চায়েতে জানিয়ে কোনও লাভ হয়নি। পঞ্চায়েত প্রধান গুরুত্ব দেননি, তেমনই দাবি করেন স্থানীয় বাসিন্দারা।
রাস্তা সংস্কারের আশ্বাস দিয়ে সেখান থেকে সাধারণ মানুষের ক্ষোভ থেকে মুক্ত হন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিদির দূত বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস দাবি করে বলেন, “ওই এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপি-র। তিনি নিজের বাড়ির সামনে রাস্তা তৈরির দরখাস্ত পঞ্চায়েতে পাঠিয়েছেন। সেই রাস্তা হয়েছে।
কিন্তু গ্রামবাসীদের এই রাস্তার কথা তিনি পঞ্চায়েতে জানাননি। যে এলাকার যিনি পঞ্চায়েত সদস্য, তাঁর সকল বিষয়গুলি দেখা উচিৎ। আজ আমি শুনে নিলাম এখানকার বাসিন্দাদের সমস্ত দাবিদাওয়া। খুব তাড়াতাড়ি রাস্তা তৈরি শুরু হবে”। রুমা বাড়ৈ নামের এক স্থানীয় বাসিন্দা জানান গতন, “বহুদিন থেকে এই রাস্তাটি ভালো করে সংস্কারের কথা বলা হচ্ছে।
পঞ্চায়েতেও আমরা গিয়েছি, কিন্তু শুধুই আশ্বাস পাওয়া গিয়েছে। এরকম ভাবে বেশিদিন চলতে পারে না। এর একটা ফয়সালা করতে হবে। আজ আমরা বিধায়ককে আমাদের কাছে পেয়ে তাই সমস্ত দাবিদাওয়া জানিয়েছি। আর বলে দিয়েছি পঞ্চায়েত ভোট শুরু হওয়ার আগে এই রাস্তা সংস্কার করে দিতে হবে”।
এক স্থানীয় বাসিন্দা জানান, “বিজেপি তৃণমূল এসব আমরা জানিনা। আমাদের আসল দরকার হল রাস্তা। তাই কোন দল পঞ্চায়েতে আছে, বা কোন দল রাস্তা ঠিক করছে আমরা ভাবতে রাজি নই। রাস্তা সংস্কার না হলে আমরা আরও বড় আন্দোলন বা বিক্ষোভ দেখাবো”।