অর্পিতা বনিক , দেশের সময় : বাপ-ঠাকুরদার শিল্পকে আঁকড়ে ধরে রয়েছেন ছোটবেলা থেকে। ঢাকের তালই সুযোগ করে দিয়েছে দেশ-বিদেশ ঘোরার। এবছর পূজোয় উত্তর ২৪ পরগনার মছলন্দপুর থেকে সিঙ্গাপুর যাচ্ছেন ঢাক বাজাতে তার আগে দেশের সময় কে ঢাকি নেপাল দাস দিলেন একান্ত সাক্ষাৎকার । দেখুন ভিডিও ~
ঢাকী নেপাল দাসের কথায় শুধু ঢাকনয় তিনি আরও অন্যান্য বাদ্য যন্ত্র বাজাতে পারেন অনায়াসে আত্মবিশ্বাসী নেপালের 20 বছরের পরিশ্রম বৃথা যায়নি,বাবা গোকুল দাসের মতই ঢাককে বিশ্বদরবারে পৌঁছে দিতে চলেছেন তিনি। রবিশংকরের সেতার বা তন্ময় বোসের তবলার সঙ্গে নেপাল বাবুর বাবা গোকুল দাস ঢাক সঙ্গত করেছে। ছোট থেকে সেটা দেখেই নেপাল বাবুর ধারনা জন্মায় ঢাক আর ঢাকির মর্যাদা বেড়েছে— এতেই নেপাল ঢাকির সন্তুষ্টি। ‘ মা’ আমাদের সর্বজনীন ~ দেখুন ভিডিও