Delhi Storm:‌ ১০০ কিমি ঝড়ে তছনছ দিল্লি!ভাঙল বাড়ি, মৃত ২

0
582

দেশের সময় ওয়েবডেস্কঃ ঝড়ে তছনছ দিল্লির একাধিক এলাকা।

সোমবার রাতে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিপর্যস্ত নয়াদিল্লির একাধিক এলাকা। প্রায় একশো গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ঝড় প্রাণ কাড়ল দুই দিল্লিবাসীরও।সোমবার সন্ধ্যার পর পর হঠাৎ ঘূর্ণি হাওয়া শুরু হয়। নয়াদিল্লি এবং মধ্য দিল্লিতে রাস্তায় আছড়ে পড়ে একের পর গাছ। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলি দুমড়ে মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে।

এক দিকে যেমন ভেঙে পড়েছে একাধিক বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি। ঝড় প্রাণ কেড়েছে রাজধানীর দুই বাসিন্দারও। 

প্রশাসন সূত্রে খবর, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। জামা মসজিদের কাছে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সি এক ব্যক্তির। দিল্লির অঙ্গুরি বাগে গাছ চাপা পড়ে মৃত্যু হয় বসির বাবা নামে আরও এক ব্যক্তির। দিল্লি প্রশাসন সূত্রে খবর, এই ঝড়ে মূল ক্ষতি হয়েছে দিল্লি এবং মধ্য দিল্লিতে। দু’ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝোড়ো হাওয়া।  আবহাওয়া দপ্তর ঝড়–বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল। তবে মিনিট পনেরোর তীব্র ঝড়ে বিপর্যস্ত জনজীবন। ঝড়বৃষ্টির জেরে একাধিক এলাকা আটকে গেছে। তীব্র যানজট রয়েছে সোমবার সন্ধে থেকেই। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে দিল্লিতে প্রাক বর্ষায় এমন ঝড় তিন–চার বছর পর পর দেখা যায়। এর আগে ২০১৮ সালের ১৩ মে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিল দিল্লি।। 

প্রশাসন সূত্রে খবর, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। জামা মসজিদের কাছে একটি বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সি কৈলাস নামে এক ব্যক্তির। দিল্লির অঙ্গুরি বাগে গাছ চাপা পড়ে মৃত্যু হয় বসির বাবা নামে আরও এক ব্যক্তির।

মঙ্গলবারও দিল্লির আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী তিন দিন ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

প্রশাসন সূত্রে খবর, এই ঝড়ে মূল ক্ষতি হয়েছে নয়াদিল্লি এবং মধ্য দিল্লির। দু’ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝোড়ো হাওয়া। প্রায় ১৮০টি বড় বড় গাছ উপড়ে গিয়েছে। একাধিক বাড়ি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই ছিল। কিন্তু দু’ঘণ্টার মধ্যে মিনিট পনেরো যে তীব্র ঝড় হয়, তাতেই বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া দফতর জানাচ্ছে, দিল্লিতে প্রাক বর্ষায় এমন ঝড় তিন-চার বছর পর পর দেখা যায়।

এর আগে ২০১৮ সালের ১৩ মে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিলেন দিল্লিবাসী। 

Previous articleMamata Banerjee:প্রশাসনিক বৈঠকে সাক্ষী নিয়ে দালাল চক্র ফাঁস মমতার,আমার দলের হলে চারটে থাপ্পড় মারতাম!
Next articleBangladeshi woman: প্রেমিকের টানে বাঘ-কুমিরের ভয়কে উপেক্ষা করে ১ ঘন্টা নদী সাঁতরে এপার বাংলায় এলেন বাংলাদেশের তরুণী তারপর..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here