দেশের সময় ওয়েবডেস্কঃ এখনও আর্তনাদ, এখনও চিৎকার। চারদিকে শুধু পোড়া ছাই ৷ কালো হয়ে যাওয়া দেওয়াল। সামনে পড়ে আধপোড়া অফিসের সামগ্রী, ভাঙা জানলা-দরজা। তিন তলা এই বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই। পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশন সংলগ্ন বাড়িটা আগুনে ঝলসে গেছে। স্ট্রেচারে করে এখন শুধু দগ্ধ দেহগুলো বের করে আনা হচ্ছে।
ভস্মীভূত তিন তলা বাড়ি থেকে এখনও উদ্ধার হচ্ছে দগ্ধ দেহাংশ। এর ফলে মৃতের সংখ্যা ২৭ থেকে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে এখনও ২৫ জন মহিলা এবং ৫ জন পুরুষ নিখোঁজ বলেও সূত্রের খবর। সূত্রের খবর, ভস্মীভূত ওই তিন তলা বাড়িতে আগুন লাগার সময় প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। যার মধ্যে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ৪০ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। উদ্ধার করা হয়েছে ৬০ থেকে ৭০ জনকে।
তার মধ্যে মধ্যেই চোখের জল মুছে স্বজনের সন্ধানে ভিড় করেছেন অসহায় মানুষেরা। মৃত্যুপুরী মুন্দকা এলাকার বাড়ি এখন পুরোটাই প্রশাসনের দখলে। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট ৩০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। পরিবারের তরফ থেকে এদের নিখোঁজ ডায়েরি করা হয়েছে। আপাতত খোঁজ চালাচ্ছে দমকল, এনডিআরএফ।
এরই মধ্যে দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, তিন তলা বাড়ির যে অফিস থেকে আগুন ছড়িয়ে পড়ে সেই অফিসের মালিকরা দমকল বিভাগের থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নেননি।
সেই অফিসের দুই মালিক বরুণ গয়াল এবং সতীশ গয়াল দিল্লি পুলিশের হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন।
পশ্চিম দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের ৫৪৪ নম্বর পিলারের কাছে একটি বহুতলে আগুন লাগে শুক্রবার রাতে। ঘটনাস্থলেই মোট ২৭ জনের মৃত্যু হয় বলে খবর পাওয়া গিয়েছে। সেই ঘটনায় শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে সকলেই। এর পর রাতে একটি ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ট্যুইটে তিনি ঘোষণা করেন ক্ষতিপুরণের কথা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মৃত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ মেট্রো স্টেশনের কাছে তিন তলা বাড়িটিতে আগুন লেগে যায়। ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ওই বাড়িরই বাসিন্দারা বলছেন, এক তলা থেকে প্রথম আগুন ছড়াতে শুরু করে। সেখানে সিসিটিভি ও ইন্টারনেটের রাউটার তৈরির অফিস ছিল। একতলা থেকে একটাই সিঁড়ি ওপরে উঠে গেছে। তাই আগুন লাগার পরে দোতলা ও তিনতলা থেকে কেউ নীচে নেমে আসতে পারেননি। প্রাণ বাঁচাতে অনেককেই বাড়ির তিন তলা থেকে ঝাঁপ দিতে দেখা যায়। দড়ি ফেলে নামার চেষ্টাও করেন অনেকে। স্থানীয়রা অনেককে উদ্ধারও করেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দাউদাউ করে আগুন জ্বলছিল বাড়িটাতে। ভেতরে আটকে পড়েছিলেন যাঁরা তাঁদের আর্তনাদ শোনা যাচ্ছিল। বেরতে না পেরে ঝলসেই মৃত্যু হয় তাঁদের। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। পরে আরও ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এখন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ।
শুক্রবার পর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এই মুন্দকা এলাকা। সকালেও অনেকে স্বজন হারানোর বেদনা নিয়ে হাজির হয়েছেন এলাকায়, খোঁজ করছেন তাঁদের নিকট আত্মীয়, বন্ধুদের। আগুন লেগে যাওয়ার পর অনেকেই দমকলকর্মীদের সাহায্যে আগুনের স্তুপ থেকে বেরিয়ে আসতে পেরেছেন, তাঁদের চোখে মুখে লেগে রয়েছে আতঙ্ক। তাঁরা বলছেন, আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে কী ভাবে কেউ তিন-চার তলার উপর থেকে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে চেয়েছেন।
খবর পাওয়া গিয়েছে অগ্নিকাণ্ডের পর থেকে এখনও অনেকেরই খবর পাওয়া যাচ্ছে না। হাসপাতালে হাসপাতালে ঘুরে খোঁজ মিলছে না। ঝলসে যাওয়া দেহ দেখে চেনাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই এখনও ঘটনাস্থলে রয়েছেন, কিছু একটা খবর পাওয়ার আশায়।
Extremely saddened by the loss of lives due to a tragic fire in Delhi. My thoughts are with the bereaved families. I wish the injured a speedy recovery.
— Narendra Modi (@narendramodi) May 13, 2022
ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দিল্লির অগ্নিকাণ্ডের দুর্ভাগ্যজনক ঘটনার জেরে যে প্রাণহানি হয়েছে, আমি গভীর ভাবে শোকাহত৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি৷’ প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি, আহতদের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে৷
दिल्ली के मुंडका में आग लगने की घटना बहुत दुःखद है। मैं सम्बंधित अधिकारियों से लगातार संपर्क में हूँ, प्रशासन राहत व बचाव कार्य में जुटा है। NDRF भी वहाँ शीघ्र पहुँच रही है। लोगों को वहाँ से निकालना व घायलों को तुरंत उपचार देना हमारी प्राथमिकता है।
— Amit Shah (@AmitShah) May 13, 2022
কংগ্রেস নেতা রাহুল গাঁধিও ট্যুইট বার্তায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন৷ শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইটারে শোকপ্রকাশ করার পাশাপাশি জানিয়েছেন, ঘটনাস্থলে থাকা আধিকারিকদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন৷ প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
The fire in Mundaka, Delhi is extremely horrific. My thoughts are with those who have lost their loved ones in this tragedy. Praying for the quick recovery of those who are injured.
— Rajnath Singh (@rajnathsingh) May 13, 2022