Daler mehndi arrested :‌ ১৯ বছর আগের মানব পাচার মামলায় দু’বছরের জেল গায়ক দালের মেহেন্দির

0
713

দেশের সময় ওয়েবডেস্কঃ মানব পাচার মামলায় দোষী সাব্যস্ত পপ গায়ক দালের মেহেন্দি। গায়ক দালের মেহেন্দির ২ বছরের সাজা বহাল রাখল পাটিয়ালা আদালত। ১৫ বছর পুরনো মানব পাচার মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। যার শুনানি হয় আজ, শুক্রবার, পাতিয়ালা আদালতে।

১৯ বছর আগের মানব পাচার মামলায় ২০১৮ সালে নিম্ন আদালতের নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল পটিয়ালা আদালত। ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১২০বি, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারায় দালেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হয়েছে দালেরকে।বিপাকে সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি। 

পুরনো মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখল পাতিয়ালা আদালত। ২০০৩ সালের মানব পাচার মামলায় দোষী সাব্যস্ত হন দালের। গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে দালের মেহেন্দিকে। ২ বছরের জন্য জেল খাটতে হবে দালের মেহেন্দিকে, নিম্ন আদালতের রায় খারিজ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন এই পপ গায়ক।

সেই আবেদন খারিজ করে দিল পাতিয়ালা কোর্ট। তবে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদনের সুযোগ রয়েছে দালেরের সামনে। অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক এইচএস গেরেওয়াল নিম্ন আদালতের রায় বহাল রাখেন। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দোষী সাব্যস্ত হন দালের। 

দু’‌বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত, সেই রায়ই বহাল রয়েছে।  এটা ঘটনা, পাঞ্জাবের বালভেরা গ্রামের বাসিন্দা বকশিস সিং নামে এক ব্যক্তি দালের মেহেন্দি এবং তাঁর ভাই সামশের সিংয়ের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ দায়ের করেন। ২০১৭ সালেই মারা গেছেন সামশের।

বকশিস সিং এর অভিযোগ ছিল কানাডায় পাঠানোর নাম করে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন দালের ও তাঁর ভাই। এরপরই মানব পাচার, জালিয়াতির মতোর অভিযোগে মামলা দায়ের হয় দালের ও তাঁর ভাইয়ের নামে। মেহেন্দি ভাইদের বিরুদ্ধে অভিযোগ ছিল ১৯৯৮–৯৯ সাল নাগাদ ১০ জন ভারতীয়কে নিজের দলের সদস্য হিসাবে মার্কিন মুলুকে নিয়ে গিয়ে বেআইনিভাবে ছেড়ে দিয়ে আসেন দুই ভাই। ২০০৬ সালে এই মামলা থেকে দালের মেহেন্দিকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছিল পাতিয়ালা পুলিশ।

যদিও আদালত জানায়, দালের মেহেন্দির বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ রয়েছে, এই নিয়ে বিস্তারিত তদন্ত করতে হবে। অবশেষে পাতিয়ালা আদালত ২ বছরের জেলের সাজাই শোনাল দালেরকে। 

Previous articleSealdah metro :যাত্রা শুরু শিয়ালদা ইস্ট-ওয়েস্ট মেট্রোর, সকাল থেকে উপচে পড়া ভিড় স্টেশনে
Next articleWife Murdered:স্ত্রীকে মেরে কড়াইয়ের ফুটন্ত জলে সেদ্ধ করল স্বামী! সন্তানেদের সামনেই নারকীয় ঘটনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here