Dakshin Dinajpur : দীর্ঘদিন বন্ধ বুনিয়াদপুর দমকলের জরুরি টোল ফ্রি নম্বর ১০১, সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা

0
280

জয়দীপ মৈত্র.দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর দমকল বিভাগের টোল ফ্রি নম্বর ১০১ এ ফোন যায় না। বুনিয়াদপুর দমকল বিভাগের আধিকারিকদের অভিযোগ বারবার জেলাশাসক মহকুমা শাসক সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিতভাবে জানানো হলেও এই সমস্যার সুরাহা হয়নি।

কোন এক অজানা কারণে এই সমস্যা সমাধানে উদ্যোগই হয়নি প্রশাসন এমনটাই অভিযোগ। জানা গেছে বুনিয়াদপুর দমকল বিভাগের অন্তর্গত দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লক, হরিরামপুর ব্লক কুশমন্ডি ব্লকের বিস্তীর্ণ এলাকা। দীর্ঘদিন ধরে এই সমস্যার জেরে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার মানুষজনদের মধ্যে।

জানা গেছে নির্দিষ্ট কোম্পানির গ্রাহকরাই শুধু দমকলের এমার্জেন্সি নম্বর ১০১ এ ফোন করতে পারছেন। কোনরকম বিপদকালীন সময়ে তৎক্ষণাৎ বুনিয়াদপুর দমকল বিভাগের টোল ফ্রি ১০১ নম্বরে ফোন করা হলে সেই ফোন লাগছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে দমকল বিভাগের আধিকারিক বাপন দাস বলেন “এটি একটি মারাত্মক অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনিক দপ্তরে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সহিত সমস্যার সমাধানে উদ্যোগী হবে।”

স্থানীয় বাসিন্দা হীরক জ্যোতি মহন্ত এই প্রসঙ্গে বলেন “দমকলের টোল ফ্রি নম্বর ১০১ এ ফোন যায় না, যে কোনো রকম বিপদকালীন সময়ে সাধারণ মানুষজন দমকলের নম্বরে ফোন করে যদি না পায় সেক্ষেত্রে বিপদ এমনকি প্রাণহানির আশঙ্কা বাড়বে। প্রশাসনের উদ্যোগ নিয়ে সমস্যা সমাধান করা উচিত।”

Previous articleMamata Banerjee: শীঘ্রই বনগাঁয় ইছামতী দেখতে আসছেন মমতা: রতন ঘোষ
Next articleCrime news: মহিলাকে বাড়ি থেকে বাঁশবাগানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ! বাধা দিতেই গলার নলি কাটল দুষ্কৃতীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here