Daily Horoscope: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,  কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল অনুযায়ী

0
448

মেষ/ARIES
স্ত্রীর সহায়তা লাভ। ব্যবসায়ের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। কর্মে ব্যঘাত। ক্ষতি হওয়ার সম্ভবনা। অর্থাগম। শেয়ার বাজারে ক্ষতি।

বৃষ / TAURUS
পারিবারিক উন্নতি। শেয়ার ব্যবসায় লাভ। মেজাজ পরিবর্তনের কারণে অস্থির বোধ। ক্ষমতা হস্তান্তর। সহানুভূতি লাভ। চিত্তের দুর্বলতা।

মিথুন GEMINI
বাকবিতণ্ডা। আশা পূরণ। আপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কারণে আনন্দ লাভ। নব উদ্যোগ। কাজের চাপ বৃদ্ধির সম্ভবনা আছে। সৎকার্যে ব্যয়। 

কর্কট CANCER
অপচেষ্টা রোধ। ভুল খাদ্যাভ্যাসের কারণে পেট সংক্রান্ত সংক্রমণ বা খাদ্য বিষক্রিয়া হতে পারে। গোলযোগ। আপনার প্রত্যাশা অনুযায়ী কাজের সুযোগ। 

সিংহ LEO
উৎসাহান্বিত। তৃতীয় ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত বিষয় এবং সম্পর্ক সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার কারণে সঙ্গীর অসন্তুষ্টি। অপমানিত হতে পারেন।

কন্যা VIRGO
শারীরিক সমস্যা। সিনিয়রদের সঙ্গে যোগাযোগ রাখুন। নতুন চাকরীর সুযোগ। মামলায় জয়। কর্মক্ষেত্রে অনুশোচনা বোধ করবেন। রাজনৈতিক বিবাদ। 

তুলা LIBRA
সাহসিকতা প্রদর্শন। গৃহে চুরির সম্ভাবনা। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। শিক্ষাক্ষেত্রে এটি ভাল সময়। বিরুদ্ধাচারণ। দাম্পত্য সুখ মিলবে। 

বৃশ্চিক SCORPIO
ষড়যন্ত্রের শিকার। অর্থলাভ। কোমরে বেদনা। জুয়ায় ক্ষতি। বাসনা পূরণ। কর্মে সফলতা। মানসিক কষ্ট। দানশীলতা। মনোরথ সিদ্ধি। বৈষয়িক সমাধান।

ধনু SAGITTARIUS
তর্ক- বিবাদ। উদ্যম বৃদ্ধি। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন। সমস্যার সমাধান। গঞ্জনাভোগ। ঈর্ষান্বিত। সমস্যার সমাধান। বৈষয়িক সমাধান।

মকর CAPRICORN
শিক্ষায় বিঘ্ন। মানসিক অবসাদ।  ভ্রান্ত সিদ্ধান্ত।প্রতিবেশী কলহ। অপবাদ। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। অস্থিরতা বৃদ্ধি। পতনাশঙ্কা। উদাসীনতা। 

কুম্ভ AQUARIUS
বাড়তি লাভ। শুভ প্রয়াস। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে। রোমান্টিক সময় কাটবে। নৈতিক অবনতি। ঋণের সম্ভাবনা। শুভ যোগাযোগ। অনুগ্রহ লাভ। 

মীন PISCES
বাসনা পূরণ। মিত্র লাভ। গৃহ সমস্যা। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। পিত্তরোগে কষ্ট। ঋণ প্রাপ্তি। জমিবাড়ি ক্রয়ের যোগ। অবৈধ প্রণয়ের সম্ভাবনা। 

Previous articleDesher Samay e Paper দেশের সময় ই পেপার
Next articleWeather Update: তৈরি জোড়া ঘূর্ণাবর্ত,কলকাতায় জারি হলুদ সতর্কতা, দক্ষিণবঙ্গের জন্য বিপদের ৪৮ ঘণ্টা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here