Daily Horoscope: কোন রাশির দাম্পত্যে অশান্তি, কার অর্থলাভ? জানুন আজকের রাশিফল

0
470

মেষ/ARIES
স্বাস্থ্যহানি। অসৎসঙ্গে ক্ষতি।  পরোপকারে শান্তি লাভ হবে।ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। রমণীপ্রীতি। 

বৃষ / TAURUS
ধনাগম। গৃহ সমস্যা। অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবেন। বাসনাপূরণ। জীবনে নতুন মানুষ আসতে পারে।

মিথুন GEMINI
আত্মীয় বিরোধ।  প্রতিপত্তি লাভ হবে।  বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। অনুতপ্ত। শিক্ষাক্ষেত্রে সম্মান লাভ। ব্যয়বাহুল্য। 

কর্কট CANCER                                 সাহায্যপ্রাপ্তি। গৃহসংস্কার। আইন আদালত এড়িয়ে চলুন। সুচিকিৎসায় সুস্থ।  দুশ্চিন্তা বৃদ্ধি। বিচলিতভাব। ভাবপ্রবণতায় ক্ষতি।

সিংহ LEO
মিশ্রফল। শেয়ার ব্যবসায় লাভ। অগ্নিভয়। মর্যাদালাভ। পরিশ্রম করে সাফল্য অর্জন। পারিবারিক জীবনে কিছু উত্থান-পতন হতে পারে।

কন্যা VIRGO
নীচ সংসর্গ। জনপ্রিয়তা অর্জন করতে পারেন। প্রতারিত হতে পারেন, তাই সতর্ক থাকুন। অর্থদণ্ড। ঋণ পরিশোধ। বন্ধু বিরোধ।

তুলা LIBRA
দানশীলতা। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। উৎসাহ বৃদ্ধি। অর্থ প্রাপ্তি। বিবাহিতদের জন্য মঙ্গলজনক হবে। বুদ্ধিশ্রম। অযথা চিন্তা।  

বৃশ্চিক SCORPIO
শান্তিলাভ। কর্মে খ্যাতি লাভ।  বিদেশ থেকে ভাল খবর আসতে পারে। প্রেমের জীবন ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। 

ধনু SAGITTARIUS
উদাসভাব। পত্নীবিরহ।  ব্যবসার ক্ষেত্রে বাঁধা আসতে পারে। দ্রব্যাদি লাভ। আগুন থেকে সাবধান থাকুন। ক্রোধান্বিত বোধ করবেন।

মকর CAPRICORN
মিথ্যা অপবাদ। গৃহে চুরির সম্ভাবনা। আরোগ্যলাভ হবে। সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা। বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে। এই মাস বিনিয়োগের জন্য ভাল। 

কুম্ভ AQUARIUS
উদ্বেগ বৃদ্ধি। পারিবারিক অশান্তি  মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রফুল্লতা।  আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন। সু-সংবাদ প্রাপ্তি হবে। 

মীন PISCES
রমণীপ্রীতি। চাকরিতে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ক্রোধ এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার। উদাসীনতায় ক্ষতি।

Previous articleবনগাঁ পৌরসভার নতুন প্রশাসক গোপাল শেঠ ,সরানো হল শংঙ্কর আঢ্যকে
Next articleবঙ্গে বর্ষার খেলা শুরু, কোথায় কখন বৃষ্টি জানুন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here