Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন জানুন

0
888

মেষ/ARIES
মোকদ্দমায় ব্যয়। মানসিক ক্ষোভ থাকবে। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে। উদ্বেগ। রক্তচাপে কষ্ট। ভোগবিলাস। চিত্তের দুর্বলতা। 

বৃষ / TAURUS
হঠাৎ প্রাপ্তি। সাহসিকতা প্রদর্শন। অনুরাগ বৃদ্ধি। সঞ্চয়ের সুযোগ আসবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। ভাতৃবিয়োগ। পদোন্নতি। ক্ষোভ বাড়বে। আপনার সঙ্গী সুখী করে তুলবে। মনস্তাপ। 

মিথুন GEMINI
প্রভাবিত। শুভ যোগাযোগ। সমস্যা বৃদ্ধি। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যস্ততা থাকবে। নির্ভীকতা প্রদর্শন। অলৌকিক সংবাদ প্রাপ্তি। ব্যয়বাহুল্য। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। অর্থহানি।

কর্কট CANCER
গীতবাদ্যনুরাগ। নৈতিক অবনতি। আয় বৃদ্ধির যোগ। স্বাস্থ্যহানি। জলযানে বিপদ। পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ থাকবে। মিথ্যাপবাদ। প্রতিদ্বন্দিতায় সাফল্য। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন।

সিংহ LEO
ঋণযোগ। অযথা ব্যয় করবেন না। বিবাহিতদের জন্য মঙ্গলজনক হবে। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। ভোগবিলাস। কৃষিজীবীদের সমস্যা। শোকসংবাদ। 

কন্যা VIRGO
প্রতিবেশী কলহ। স্থান পরিবর্তন। দাম্পত্যে সুখ। সম্পত্তি নিয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরষ্কার প্রাপ্তি। আত্মীয় বিবাদ। সাহসিকতা প্রদর্শন। ব্যবসায়ীদের জন্য শুভ। পরীক্ষায় সফলতা। 

তুলা LIBRA
মামলায় জয়। সহকর্মী বিবাদ। চাকুরিতে সফলতা। একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। প্রেমের জন্য ভাল সময়। মানসিক ক্লেশ। অর্শাদিপীড়া। অর্থলাভ হবে। চৌর্যহেতু ক্ষতি।  

বৃশ্চিক SCORPIO
সমাজসেবায় ব্যয়। বিষণ্ণতা কাটিয়ে নতুন ভাবে শুরু করুন।জীবনে নতুন মানুষ আসতে পারে। দ্বি- চক্রযানে বিপদ ।শেয়ার ব্যবসায় লাভ। শুভ যোগ। ক্লেশভোগ। আর্থিক ক্ষতি। প্রণয়াসক্তি। 

ধনু SAGITTARIUS
আর্থিক ক্ষতি। সমস্যার সৃষ্টি হতে পারে। রোগ মুক্তি। মিত্রলাভ। নব প্রচেষ্টা। স্বার্থত্যাগ। মিথ্যা অপবাদ। উদাসীনতা। কর্মে বিঘ্ন। নৈতিক জয়। চাকরিতে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে।

মকর CAPRICORN
দুর্বুদ্ধি। মনোবাঞ্ছা পূরণ। দায়িত্ব বৃদ্ধি। কোন অনৈতিক সম্পর্কের কারণে কিছু ঝামেলা দেখা দেবে। সন্তানের যত্ন নিন। চিত্ত চাঞ্চল্য। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন। সু-সংবাদ প্রাপ্তি হবে। মিথ্যা অপবাদ। 

কুম্ভ AQUARIUS
পরিতাপ। অর্থব্যয়ের সম্ভাবনা। প্রেমে বিঘ্ন আসবে। বন্ধুদের প্রতি তিক্ততা বৃদ্ধি পাবে। নব কর্মারম্ভ। বদলির সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ। শেয়ার ব্যবসায় লাভ। দাম্পত্য সুখ। পুরস্কার প্রাপ্তি। 

মীন PISCES
বিরক্তিভাব। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন। অপবাদ থেকে দূরে থাকুন। পৈতৃকসূত্রে লাভ। অযথা ঝামেলায় জড়াবেন না। উদরপীড়া। ক্রোধ এড়িয়ে চলুন। যাত্রায় বিঘ্ন আসতে পারে। 

Previous articleবাংলার চার মন্ত্রীকেই গুরুত্ব, কে কোন দায়িত্ব পেলেন? এঁদের মধ্যে কেউ কি তপন সিকদার হতে পারবেন?
Next articleহ্যারি কেনের দাপটে ইউরো কাপ ফাইনালে ইংল্যান্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here