Daily Horoscope: আজকের রাশিফল

0
601

মেষ/ARIES
অতীতের ভুল সিদ্ধান্তগুলি আজ হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে। খরচ না কমালে সমস্যায় পড়তে হবে।

বৃষ / TAURUS
মন ভালো রাখুন। কর্মক্ষেত্রে কুচক্রী ব্যক্তি আজ পরাস্ত হতে পারেন। কর্মক্ষেত্রে ভালো দিন কাটাবেন।

মিথুন GEMINI
অনাদায়ী ঋণ ফেরত আসতে পারে। প্রতিযওগিতামূলক পরীক্ষায় যাঁরা বসছেন তাঁরা ভালো প্রস্তুতি নিন। সুযোগ আসতে পারে। 

কর্কট CANCER
পারিবারিক সাহায্যে কোনও সমস্যা হাত থেকে মুক্তি পেতে পারেন। ব্যসায়ীদের অর্থলাভের সম্ভাবনা রয়েছে। পরিশ্রমের ফল পেতে পারেন।

সিংহ LEO
শরীরের দিকে নজর দিন। কসরত করলে সুফল পাবেন। আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়ও বাড়বে। তর্কের কারণে প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। 

কন্যা VIRGO
কর্মক্ষেত্রে ভালো দিন কাটাবেন। নতুন বন্ধু পেতে পারেন। ইমোশনাল ব্ল্যাকমেল এড়াতে পারলে সম্পর্ক সুস্থ রাখতে পারবেন।

তুলা LIBRA
আর্থিক লাভের যোগ রয়েছে। পান এবং খাওযা নিয়ে সতর্কতা প্রয়োজন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে। প্রেমের জন্য ভালো দিন।

বৃশ্চিক SCORPIO
শারীরিক আঘাতের সম্ভাবনা রয়েছে। সাবধানে চলাফেরা করুন। জমি-বাড়িতে বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন আজ।

ধনু SAGITTARIUS উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, প্রস্তুত থাকুন। জীবনসঙ্গিনীকে উপেক্ষা করলে আঘাত পেতে পারেন। বাবার কথা শুনে চললে পারিবারিক অশান্তি এড়াতে পারেন।

মকর CAPRICORN
হঠাৎ অনেকটা খরচ বেড়ে যাওয়ায় মানসিক উদ্বেগ তৈরি হতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে সামনা সামনি কথা বলুন। 

কুম্ভ AQUARIUS
কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে। হঠাৎ প্রেম সম্পর্ক তৈরি হতে পারে। ভালো পারিবারিক সময় কাটাবেন।

মীন PISCES
সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন। অলসতা মানসিক অশান্তি তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। ভালো কাজের প্রশংসা পেতে পারেন।

Previous articleনাস্তিক-আস্তিক এর দ্বন্দ্ব : অশোক মজুমদার
Next articleWeather Forecast : কলকাতা সহ আর কোথায় বৃষ্টির সম্ভাবনা ? কী জানাচ্ছে হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here