![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/DS-AD01-1024x853.jpeg)
দেশের সময় ওয়েবডেস্কঃ মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। রাশিফল জ্যোতিষশাস্ত্রের এমন একটি শাখা,যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/01.jpg)
মেষ/ARIES
সংঘর্ষে আহত। কাজের চাপ বৃদ্ধির সম্ভবনা আছে। জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/02.jpg)
বৃষ / TAURUS
গৃহসংস্কার। জীবনে নতুন মানুষ আসতে পারে। উদাসীনতায় ক্ষতি হতে পারে। স্বাস্থ্যোন্নতি হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/03.jpg)
মিথুন GEMINI
মেধার বিকাশ হবে। ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/04.jpg)
কর্কট CANCER
বিপদাশঙ্কা। দাম্পত্য জীবন ভাল কাটবে। রোমান্টিক যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্ক হবার চেষ্টা করুন। বদলির সম্ভাবনা রয়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/05.jpg)
সিংহ LEO
আকস্মিক ব্যয়। বিদ্যার্থীদের পড়াশোনায় অনেক ঝামেলা দেখা দেবে। কোনও শত্রু থাকলে তাঁদের থেকে সতর্ক থাকতে হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/06.jpg)
কন্যা VIRGO
আংশীদারিতে লাভ। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। অভীষ্ট পূরণ হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা সতর্ক হন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/07.jpg)
তুলা LIBRA
শুভ প্রয়াস। পারিবারিক ব্যস্ততা থাকতে পারে। চাকরি জীবনে উন্নতির যোগ। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/08.jpg)
বৃশ্চিক SCORPIO
সমস্যায় জড়িত হওয়ার সম্ভাবনা। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। অর্থলাভ হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/09.jpg)
ধনু SAGITTARIUS
অপবাদ। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে ঝামেলা হবে। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। নতুন চাকরীর সুযোগ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/10.jpg)
মকর CAPRICORN
বাতজবেদনা। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। কর্মে সুখ্যাতি লাভ হবে। একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/11.jpg)
কুম্ভ AQUARIUS
পত্নীবিরোধ। তবে সু-সংবাদ প্রাপ্তি হবে। অযথা ঝামেলায় জড়াবেন না। সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/12.jpg)
মীন PISCES
স্বার্থত্যাগ। নব পরিকল্পনার যোগ রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে কলহ হতে পারে। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/05/DS-AD01-1024x853.jpeg)