![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/DSP2021-771x1024.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/01.jpg)
মেষ/ARIES
গুরুজনের আশীর্বাদ আপনার জন্য শুভ। তাঁদের যত্ন নিতে ভুলবেন না। শিশুরা বাড়িতে শৃঙ্খলাবদ্ধ হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/02.jpg)
বৃষ / TAURUS
চাকরিতে সাফল্য আসবে। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে। অর্থনৈতিক উদ্বেগ কমবে। চাকরিতে সম্মান।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/03.jpg)
মিথুন GEMINI
প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করুন। প্রেমিকের সঙ্গে ভাল মুহূর্ত। নতুন যানবাহন প্রাপ্তি। সুস্বাদু খাবার।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/04.jpg)
কর্কট CANCER
ব্যবসার সমস্যা সমাধান। প্রেমের সম্পর্ককে গুরুত্ব সহকারে সমাধান করুন। হিসাবের কাজ সম্পন্ন করুন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/05.jpg)
সিংহ LEO
নিকট আত্মীয়দের সহযোগিত। দুশ্চিন্তা বৃদ্ধি। ব্যবসায় মিশ্র লাভ। মুনাফার জন্য পুনরায় বিনিয়োগ করুন।
সিংহ LEO
নিকট আত্মীয়দের সহযোগিত। দুশ্চিন্তা বৃদ্ধি। ব্যবসায় মিশ্র লাভ। মুনাফার জন্য পুনরায় বিনিয়োগ করুন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/06.jpg)
কন্যা VIRGO
ব্যবসার অবস্থা স্বাভাবিক থাকবে। অ্যাকাউন্টে মনোযোগ দেওয়া দরকার। চাকরিতে সুবিধা। পেশাগতভাবে কাজ করা এড়িয়ে চলুন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/07.jpg)
তুলা LIBRA
পরিকল্পনায় দেরি। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। ধৈর্য সহকারে অসমাপ্ত কাজ সমাপ্ত করুন। সঙ্গীর সহযোগিতা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/08.jpg)
বৃশ্চিক SCORPIO
সামাজিক সমাবেশে যান। প্রভাব বৃদ্ধি। বিরোধীরা শান্ত থাকবে। বিভ্রান্তি থেকে বেরিয়ে আসবে। বাণিজ্যিক সুবিধা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/09.jpg)
ধনু SAGITTARIUS ভাগ্য সহায় থাকবে। কর্মজীবনে অগ্রগতি। শিশুদের সাহায্যে উন্নতি। বাধাপ্রাপ্ত কাজটি সম্পন্ন হবে। আর্থিক লাভ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/10.jpg)
মকর CAPRICORN
পরিকল্পিত কাজ। সম্পত্তি- বিষয় নিয়ে ঝামেলা। ব্যবসায়িক ক্ষেত্রে হতাশা। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/11.jpg)
কুম্ভ AQUARIUS
সহকর্মীদের কাছ থেকে সমর্থন। ব্যবসায়িক সুবিধা পেয়ে আনন্দ লাভ। ব্যক্তিগত পরিচিতরা উপকৃত হবেন। অন্যকে উপদেশ দেওয়া থেকে বিরত থাকুন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/12.jpg)
মীন PISCES
রাজনৈতিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধি। অফিসারদের সহযোগিতা। ব্যবসায় আকস্মিক লাভ। যাত্রা ফলপ্রসূ হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/RASHIFALL01-scaled.jpg)