Daily Horoscope: মেষ রাশির জাতকের বিনিয়োগ লাভ,
কন্যা রাশির সম্পত্তির সংস্কার

0
569

মেষ/ARIES
বিনিয়োগ লাভ। মনোবাঞ্ছা পূরণ। দায়িত্ব বৃদ্ধি। সন্তানের যত্ন নিন। চিত্ত চাঞ্চল্য। মিথ্যা অপবাদ। আর্থিক ক্ষতি। স্বার্থত্যাগ। জীবনে নতুন মানুষ আসতে পারে। মানসিক ক্ষোভ।

বৃষ / TAURUS
কর্মে সাফল্য। বিষণ্ণতা কাটিয়ে নতুন ভাবে শুরু করুন। প্রতিযোগিতায় সাফল্য। অর্থনৈতিক দিক দিয়ে এটি ভাল সময়। প্রিয়জন সান্নিধ্য। কঠোর পরিশ্রমের ফল পাবেন। পারিবারিক জীবন ভাল থাকবে। 

মিথুন GEMINI
শান্তির আশা। জনহিতকর কার্য। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন। মিশ্রফল। বৈষয়িক সমাধান। ঋণের সম্ভাবনা। সম্মান প্রাপ্তি। বন্ধুর উপদেশ কাজে লাগবে। রোগ ব্যাধি হতে পারে।

কর্কট CANCER
অতিক্রোধে অর্থ ক্ষতি। কোনও শত্রু থাকলে তাঁদের থেকে সতর্ক থাকতে হবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। কর্মে অগ্রগতি। চিন্তা মুক্ত হবেন। শুভ যোগাযোগ। প্রসন্নতা লাভ। অম্লরোগ।

সিংহ LEO রাশিফল
উত্তরাধিকারী সূত্রে প্রাপ্তি। ব্যবসায়ে উত্থান-পতন রয়েছে। আনন্দ সংবাদ প্রাপ্তি। অহেতুক ক্রোধে ক্ষতি। চাকুরীতে পদন্নোতি। রমণীপ্রীতি। ব্যবসায় শত্রু বৃদ্ধি। বাড়ির সকলে মিলে ভ্রমণ যোগ। 

কন্যা VIRGO
সম্পত্তির সংস্কার। আর্থিক লাভ। বন্ধু লাভ। ব্যয় বৃদ্ধির সঙ্গে  অর্থনৈতিক উন্নতি হবে। ব্যয় বৃদ্ধি। নীচ সংসর্গ।  প্রতারিত হতে পারেন, তাই সতর্ক থাকুন। নব প্রচেষ্টা। ক্রোধান্বিত বোধ করবেন। শান্তিলাভ।  

তুলা LIBRA মানসিক ক্লেশ। কেরিয়ারে সাফল্য। দানশীলতা। মেধার বিকাশ হবে। বিহ্বলতা। জনসেবায় শ্রমদান।অনুতাপ। পরিশ্রম বৃদ্ধি। চাকুরীক্ষেত্রে অশান্তি। দ্রব্যাদি লাভ। কলানুশীল। অনুতপ্ত হবেন। গোপন পরামর্শ লাভ।

বৃশ্চিক SCORPIO
কর্মক্ষেত্রে বদলি। মান যশ বৃদ্ধি। পারিবারিক সুখ। স্বার্থ ত্যাগ।  সমস্যায় জড়িত হতে পারেন। বিবাহিতরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। যানবাহনে বিপদ। ক্রীড়ায় সাফল্য। প্রণয়ভঙ্গ। 

ধনু SAGITTARIUS
অনর্থপাত। গোপনকথা ফাঁস হওয়ার সম্ভাবনা। ঋণ পরিশোধের যোগ। স্বাস্থ্যের দিকে নজর দিন। অনুরাগ বৃদ্ধি। সমস্যার সমাধান। চিকিৎসায় বাধা। কর্মে অনীহা। দাম্পত্য সমস্যা। ভাতৃস্নেহ। 

মকর CAPRICORN
দেহপীড়া। পারিবারিক জীবনে কিছু উত্থান-পতন হতে পারে। ভাবপ্রবণতায় ক্ষতি। প্রিয়জন থেকে আঘাত। অর্থাগমের সম্ভাবনা। দৃঢ়প্রতিজ্ঞ হন। জনসেবায় ব্যস্ত। অর্থ দণ্ড।লাম্পট্য। উদ্বেগ বৃদ্ধি। মানসিক ক্ষোভ। 

কুম্ভ AQUARIUS
চিন্তান্বিত। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে ঝামেলা হবে। বন্ধু বিচ্ছেদ। প্রতিপত্তি লাভ হবে। কলহে ক্ষতি। গঞ্জনাভোগ।আরোগ্য লাভ। আংশীদারিতে লাভ। সম্পর্কে উন্নতি। 

মীন PISCES
নব উদ্যোগ। পরীক্ষায় কঠোর পরিশ্রমে ভাল ফলাফল হবে। ব্যবসায় অগ্রগতি। প্রণয়ে বিপত্তি। নৈতিক জয়। চাকরিতে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে শুভ সংবাদ আসবে।  অস্ত্রোপচারে সাফল্য। 

Previous articleআগামীকাল ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল, রইল রেজাল্ট দেখার ওয়েবসাইট তালিকা
Next articleWeather Update: নিম্নচাপের ভ্রুকুটি, বাংলার ১১ টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here