Daily Horoscope: মিথুন রাশির কর্মে খ্যাতি, তুলার সঞ্চিত অর্থ ব্যয়ের সম্ভাবনা

0
496

দেশেরসময় অ্যাস্ট্রো ডেস্ক: মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

মেষ/ARIES
রক্তপাতের সম্ভাবনা। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে, যার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক থাকবে। কর্মে সাফল্য আসবে। সঞ্চিত অর্থ ব্যয়।  

বৃষ / TAURUS
পুলিসি ঝামেলা। হৃদরোগে কষ্ট। ব্যবসায়ীদের জন্য শুভ। দানধ্যানের যোগ রয়েছে। আর্থিক উন্নতি হবে। 

মিথুন GEMINI
কর্মে খ্যাতি। বিষণ্ণতা। অস্থিরতা বৃদ্ধি পাবে। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। ক্রীড়ায় সাফল্য।


কর্কট CANCER
ঋণের সম্ভাবনা। অভীষ্টসিদ্ধি। ক্ষমতা হস্তান্তর। নৈতিক অবনতি।  প্রতিষ্ঠালাভ। স্বাস্থের দিকে নজর দিন। 

সিংহ LEO
হঠাৎ প্রাপ্তি। অপচয় বৃদ্ধি। নব উদ্যোগ।গুহ্যপীড়া।  উচ্চশিক্ষার চিন্তা মাথায় আসবে। গৃহে চুরীর সম্ভবনা। 

কন্যা VIRGO
ভোগবিলাস। বদলির সম্ভাবনা রয়েছে।  বিনিয়োগ লাভ। সাহসীকতা প্রদর্শন। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে। 

তুলা LIBRA
সঞ্চিত অর্থ ব্যয়। অকস্মাৎ বিপদ। শিরঃপীড়া। রোগভোগ। যাত্রায় বিঘ্ন আসতে পারে। পারিবারিক অশান্তি  মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

বৃশ্চিক SCORPIO
কর্মে খ্যাতি লাভ। দাম্পত্য কলহ। পৃষ্ঠবেদনা। আর্থিক দিক থেকে শুভ। অপমানিত হতে পারেন। বিদেশ থেকে ভাল খবর আসতে পারে।

ধনু SAGITTARIUS
মানসিক তৃপ্তি। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। গৃহসংস্কার। আইন আদালত এড়িয়ে চলুন। সাধুসঙ্গে শান্তি। সুচিকিৎসায় সুস্থ। 

মকর CAPRICORN
দ্বি- চক্রযানে বিপদ। ব্যবসার ক্ষেত্রে বাঁধা আসতে পারে। অনুরাগ বৃদ্ধি। আপনার মনের মানুষ খুশি হবে। সতর্ক না হলে ঝামেলায় জড়াতে পারেন।


কুম্ভ AQUARIUS
প্রেম – প্রণয়ে বাধা। বাণিজ্যে প্রসার। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। পত্নীবিরহ। অসুস্থতা থেকে মুক্তি। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন।

মীন PISCES
প্রফুল্লতা। ভাবপ্রবণতায় ক্ষতি। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন। সু-সংবাদ প্রাপ্তি হবে। প্রিয়জনসঙ্গ। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি।

Previous articleভাসছে রুপমারি,বাশতলি হিঙ্গলগঞ্জের বহু সংসার,পাশে দাঁড়াল বনগাঁ
Next articleআজও ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি, সঙ্গে ঝোড়োহাওয়ার দাপট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here