Daily Horoscope: বৃষ রাশির প্রাপ্তিযোগ

0
497

দেশের সময় অ্যাস্ট্রো ডেস্কঃ  মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

মেষ/ARIES
শারীরিক সমস্যা হতে পারে। আঘত লাগার সম্ভাবনা কোমরে বেদনা।  

বৃষ / TAURUS
ভাল খবর আসতে পারে। হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে। অর্থাগম ভালো।

মিথুন GEMINI
কর্মক্ষেত্রে উন্নতির যোগ। নতুন পদ মর্যাদা লাভ করতে পারেন। 

কর্কট CANCER
নতুন কোনও কাজ শুরু করতে পারেন। 

সিংহ LEO
কোনও শুভ কাজে ব্যয় করতে পারেন। খ্যাতি লাভের সম্ভাবনা। 

কন্যা VIRGO
সহকর্মীর ষড়যন্ত্রে কর্মক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে পারেন। 

তুলা LIBRA
পারিবারিক উদ্বেগ। বিশেষত মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

বৃশ্চিক SCORPIO
স্ত্রীর সহযোগিতায় কোনও আটকে থাকা কার্য সম্পাদনের সম্ভাবনা। 

ধনু SAGITTARIUS
কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে। নিজের বাক্যের উপর নিয়্ন্ত্রণ হারাবেন না।  

মকর CAPRICORN
উপকার করে তিরস্করা জুটতে পারে। কর্মক্ষেত্রে বঞ্চনার শিকার হতে পারেন। 

কুম্ভ AQUARIUS
যারা সঙ্গীতচর্চায় সঙ্গে যুক্ত তাঁদের খ্যাতিলাভের যোগ রয়েছে। 

মীন PISCES
শিক্ষাক্ষেত্রে ব্যআঘাত ঘটতে পারে। কোনও সুখবর পেতে পারেন।

Previous articleবাড়ি ফিরেই ভার্চুয়াল বৈঠকে ফিরহাদ হাকিম, সোমবার ১১টায় বৃহত্তর বেঞ্চে শুনানি
Next articleধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ,বৃষ্টি শুরু কবে থেকে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here