Daily Horoscope: তুলা রাশির প্রাপ্তিতে বাধা,কন্যা রাশির জাতকের মামলায় জয়

0
666

মেষ/ARIES
ক্ষতির সম্ভাবনা। প্রেম -প্রণয়ে বাধা। গঞ্জনাভোগ। বৈরাগ্যভাব। অনুরাগ বৃদ্ধি। রপ্তানিতে লাভ। ব্যবসার নিকে নজর দিন। মানসিক ক্ষোভ। সম্পত্তি নিয়ে বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বৃষ / TAURUS
আয় বৃদ্ধি। বন্ধুদের প্রতি তিক্ততা বৃদ্ধি পাবে। নব কর্মারম্ভ। বদলির সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে। উদ্বেগ। রক্তে শর্করা বৃদ্ধি। 

মিথুন GEMINI
দুর্বলতা। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন। পরিতাপ। অর্থব্যয়ের সম্ভাবনা। প্রেমে বিঘ্ন আসবে। শেয়ার ব্যবসায় লাভ। দাম্পত্য সুখ। শত্রুর সঙ্গে সন্ধি। পিতার পরামর্শে উন্নতি।  


 কর্কট CANCER
সাহায্য লাভ। আর্থিক উন্নতি হবে। চাকুরীর সুযোগ। মতান্তর। চঞ্চলতা বৃদ্ধি। অনুরাগ বৃদ্ধি। রক্তচাপে কষ্ট। কর্মে বিভ্রান্তি।দুশ্চিন্তা বৃদ্ধি। ধনাগম। হঠাৎ বিপদ। চাকুরিতে সফলতা। মানসিক ক্লেশ।

সিংহ LEO
অর্থ সংকট। প্রতিযোগিতায় সাফল্য। পারিবারিক জীবনের জন্য সময়টা ভাল নয়। প্রেমের সম্পর্ক মধুর হবে। চিকিৎসায় বহু ব্যয়। মানসিক আঘাত। আয় ও ব্যয়ের মাঝে সমন্বয় করুন। সু-সংবাদ প্রাপ্তি হবে।

কন্যা VIRGO
মামলায় জয়। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। মিত্র লাভ। অপমানিত হতে পারেন। নতুন চাকরীর সুযোগ। গৃহ সমস্যা। বিজ্ঞানীদের সাফল্য। প্রেম – প্রণয়ে বাধা। 

তুলা LIBRA
প্রাপ্তিতে বাধা। নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। যারা সম্পদ কেনা বেচা করেন, তাঁদের সময়টা ভাল যাবে। গোলযোগ। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। বিপদের আশঙ্কা। 

বৃশ্চিক SCORPIO
 প্রণয়ভঙ্গ। কর্মক্ষেত্রে সফলতা। প্রেমে বিঘ্ন। শুভ সময়। রক্তচাপে কষ্ট। ভোগবিলাস। চিত্তের দুর্বলতা। প্রতিবেশী কলহ। স্থান পরিবর্তন। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। ব্যয়বাহুল্য। অহেতুক ক্রোধে ক্ষতি।

ধনু SAGITTARIUS
শিরঃপীড়া। বিনিয়োগে উপকৃত হবেন। ক্রীড়াবিদদের জন্য শুভ। উৎকন্ঠা বৃদ্ধি। উৎফুল্লতা। আর্থিক উন্নতি। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। সাহসিকতা প্রদর্শন। ব্যবসায়ীদের জন্য শুভ। পরীক্ষায় সফলতা।

মকর CAPRICORN
ব্যবসায় অগ্রগতি। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। শরিকি বিরোধ। রক্তাল্পতা। প্রশিক্ষণে সাফল্য। সমস্যা বৃদ্ধি। ঋণযোগ। সুখকর বদলি। কর্মে সাফল্য আসবে। সঞ্চিত অর্থ ব্যয়। মিথ্যাপবাদ। মনোমালিন্য। 

কুম্ভ AQUARIUS
ক্ষতি। উদাসীনতায় ক্ষতি হতে পারে। একাধিক উপায়ে আয়। বৈবাহিক জীবনে উন্নতি হবে। পরিশ্রম করে সাফল্য অর্জন। শুভ যোগাযোগ। প্রশিক্ষণ লাভ। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। উদ্বেগ বৃদ্ধি। 

মীন PISCES
দাম্পত্য কলহ। কেরিয়ারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং সময়। আয় বৃদ্ধি। মনস্তাপ। উৎসাহ বৃদ্ধি। শত্রুভয়। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। হঠকারিতায় ক্ষতি। কোন অনৈতিক সম্পর্কের কারণে কিছু ঝামেলা দেখা দেবে।

Previous articleআফগানিস্তানের কান্দাহারে তালিবানি হামলায় নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক
Next articleনিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে সাঁতরাগাছি ঝিলে পড়ল লরি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here