Daily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন ? জানুন রাশিফল অনুযায়ী

0
447

মেষ ARIES
অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না, এতে শরীরের ক্ষতি হয়। ফাটকায় লাভ হতে পারে। আপনার সন্তানসন্ততিদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন।

বৃষ TAURUS
বন্ধুর সাহায্যে বড় সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি নজর দিন। না হলে বড় ধরনের সমস্যা আসতে পারে।

মিথুন GEMINI
অনাদায়ী ঋণ ফেরত পেতে পারেন। বদ অভ্যাসের কারণে বিপদে পড়তে পারেন। সাবধানতা জরুরি। নতুন বিনিয়োগের আগে ভালো করে বিচার করুন। 

কর্কট CANCER
মানসিক চাপ বাড়বে। কোনও অর্থনৈতির চুক্তির ফলে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে। আধ্যাত্মিকতা আপনাকে আকর্ষণ করবে। বিশ্রাম নেওয়া প্রয়োজন।

সিংহ LEO
বাজেটের বাইরে যাওযা বিপজ্জনক হতে পারে। খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনও আত্মীয় বা ঘনিষ্ট বন্ধুর কাছ থেকে সুখবর মিলতে পারে। 

কন্যা VIRGO
যোগ ব্যায়াম বা মেডিটেশন করলে ভালো ফল পেতে পারেন। ব্যয় হলেও টাকার জোগান নিয়ে চিন্তা করতে হবে না। অতীতের কোনও খারাপ ঘটনার জেরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে।

তুলা LIBRA মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। প্রবীণ আত্মীয় সহায়তার কোনও বিপদ থেকে রক্ষা পেতে পারেন। মন ভালো রাখতে বই পড়তে পারেন।

বৃশ্চিক SCORPIO
লাভের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবুন। ফাটকা লাভের দিকে ঝুঁকলে ক্ষতি সম্ভাবনা প্রবল। বন্ধুরা আপনার উদারতার সুযোগ নিতে পারেন। সতর্ক থাকুন।

ধনু SAGITTARIUS
ধূমপানের ফলে প্রবল স্বাস্থ্যহানির সম্ভাবনা। বদ অভ্যাস ত্যাগ করুন। রূঢ় ব্যবহারে কাছের মানুষ কষ্ট পেতে পারেন। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন।

মকর CAPRICORN
কোনও বাইরের ব্যক্তি দাম্পত্য সম্পর্কের মধ্যে ঢুকতে পারেন। তার থেকে সাবধান। যাঁর কথা অনেক দিন ধরে ভাবছিলেন তাঁর ফোন পেতে পারেন। 

কুম্ভ AQUARIUS
নিজের উপর বিশ্বাস রাখুন, ঠিক রোজগারের পথ পাবেন। বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে। জিনিসপত্রের প্রতি যত্নবান হোন। 

মীন PISCES
কোনও নিকতাত্মীয়ের ব্যবহারে কষ্ট পেতে পারেন। প্রেমের পক্ষে ভালো দিন। ব্যস্ততার সঙ্গে দিন কাটাতে পারেন।

Previous articleদলত্যাগী বিশ্বজিৎ, তন্ময়কে এক সপ্তাহের মধ্যে অবস্থান জানাতে চিঠি শুভেন্দুর
Next articleWest Bengal Weather : আজ বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে?হাওয়া অফিসের পূর্বাভাস জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here