Daily Horoscope: কোন রাশির অর্থাগম, কার দাম্পত্যে সমস্যা বৃদ্ধি? জানুন

0
510

দেশের সময় অ্যাস্ট্রো ডেস্ক:  মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

মেষ/ARIES
হতাশা। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। বাণিজ্যে প্রসার। 

বৃষ / TAURUS
শুভ যোগাযোগ। কর্মে সুখ্যাতি লাভ হবে। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। বহু পুরনো সমস্যার সমাধান হবে।

মিথুন GEMINI
ক্রীড়ায় সাফল্য। অযথা ব্যয় করবেন না। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। প্রতিপত্তি লাভ হবে। 

কর্কট CANCER
ঋণ পরিশোধ। আর্থিক উন্নতি হবে। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। ক্রোধান্বিত বোধ করবেন।  

সিংহ LEO
বদলীর সম্ভবনা। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বাঁধা আসতে। শুভ প্রয়াস। 

কন্যা VIRGO

স্বাস্থ্যহানি। উদাসীনতায় ক্ষতি হতে পারে। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। অর্থাগমের সম্ভাবনা। 

তুলা LIBRA
স্বজন সমাগম। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। নতুন চাকরীর সুযোগ। অভীষ্ট পূরণ হতে পারে। 

বৃশ্চিক SCORPIO
অর্থলাভ। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। কর্মে সাফল্য আসবে। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে।

ধনু SAGITTARIUS
বৈরাগ্যভাব। আরোগ্যলাভ হবে। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন। বিষণ্ণতা কাটিয়ে নতুন ভাবে শুরু করুন।  

মকর CAPRICORN
প্রতারিত। অযথা ঝামেলায় জড়াবেন না। দাম্পত্য জীবন ভাল কাটবে। আইন আদালত এড়িয়ে চলুন। আর্থিক উন্নতি হবে। 

কুম্ভ AQUARIUS

আয় বৃদ্ধি। নব প্রচেষ্টা। মানসিক ক্ষোভ থাকবে।  তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। অপমানিত হতে পারেন। 

মীন PISCES
ভাতৃবিয়োগ। মামলায় হার। ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। পারিবারিক অশান্তি  মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Previous articleরাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এফআইআর-এর নির্দেশ ফিরহাদের ৩ জেলায় বাজ পড়ে ৫ জন মৃত
Next articlePHOTO FIGHTফোটো ফাইট EDITOR’S CHOICE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here