Daily Horoscope: কেমন যাবে লক্ষীবার জানুন রাশি অনুযায়ী

0
569

মেষ/ARIES
বিলাসিতা। বিদ্যার্থীদের জন্য শুভ। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান। লেনদেনের সম্পর্কে সতর্ক থাকুন। বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। ভ্রমণের পরিকল্পনায় অনেকটা সময় ব্যয় হবে। 

বৃষ / TAURUS
পাওনা থেকে বঞ্চিত। স্বামী- স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্তি। ব্যবসায়ে উত্থান-পতন রয়েছে। আনন্দ সংবাদ প্রাপ্তি। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। 

মিথুন GEMINI
অগ্নিদ্বারা ক্ষতি। আশা পূরণ। ক্রোধে ক্ষতি। গৃহসংস্কারে ব্যয়। জনসেবায় ব্যস্ত। উৎফুল্লতা। অযথা ঝামেলায় জড়াবেন না। প্রতারিত হতে পারেন, তাই সতর্ক থাকুন। প্রফুল্লতা। পৈতৃকসূত্রে লাভ। 

কর্কট CANCER
ব্যবসায় অশান্তি। চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন। অপবাদ থেকে দূরে থাকুন। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। সফল প্রচেষ্টা। কর্মে অনীহা। প্রাপ্য থেকে বঞ্চিত। চিকিৎসা বিভ্রাট। বিদ্যায় সাফল্য। 

সিংহ LEO রাশিফল
হিংস্রতা বৃদ্ধি। অপচয় বৃদ্ধি। পরিশ্রমে ভাল ফলাফল হবে। সম্পর্কে উন্নতি। কার্য সিদ্ধি। বিনিয়োগ লাভ। সু-সংবাদ প্রাপ্তি হবে। অপমানিত হওয়ার সম্ভাবনা। নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে। 

কন্যা VIRGO
সৌভাগ্যলাভ। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। বিকল্প কাজের চেষ্টা। পরিশ্রম বৃদ্ধি। মনঃকষ্ট। অকস্মাৎ বিপদ। সঞ্চয় বৃদ্ধি। গৃহ সমস্যা। বন্ধু বিরোধ। 

তুলা LIBRA রমণীপ্রীতি। সৎকর্মে ব্যয়। বিফলতা। ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে। পরীক্ষায় সাফল্য। সহযোগিতায় লাভ। জলযানে বিপদ। অভীষ্ট পূরণ। সমৃদ্ধি যোগ। অপমানিত। বিপদ আসন্ন।

বৃশ্চিক SCORPIO
বৈরাগ্যভাব। কেরিয়ারে উন্নতি। মনোমালিন্য। অমনোযোগী। বন্ধুর সহায়তা লাভ হবে। বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে। পরিশ্রম করে সাফল্য অর্জন। রাজনৈতিক ভয়। স্ত্রীয়ের জন্য অশান্তি। 

ধনু SAGITTARIUS
বিপদাশঙ্কা। হঠকারী সিদ্ধান্তে ক্ষতি। আশাভ্রষ্ট। পৃষ্ঠবেদনা। পরোপকার। পুরষ্কার প্রাপ্তি। দাম্পত্য কলহ। কর্মে খ্যাতিলাভ। বিবাহিতদের জন্য মঙ্গলজনক হবে। রাজনৈতিক সংঘর্ষ। হতাশা বৃদ্ধি। 

মকর CAPRICORN
বন্ধু সমাগম। নীরানন্দ। প্রাপ্তিযোগ রয়েছে। সঙ্গীতে সম্মান। ভাতৃস্নেহ। কর্মক্ষেত্রে বদলি।শ্লেষ্মা বৃদ্ধি। ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। প্রেমের সম্পর্ক মধুর হবে। চিকিৎসায় বহু ব্যয়। 

কুম্ভ AQUARIUS
আত্মীয়বিরোধ। জীবনের গতি পরিবর্তনের জন্য অনুতাপ। শ্রীবৃদ্ধি। জনসেবায় ব্যস্ত। অর্থ দণ্ড। কেরিয়ারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং সময়। গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার। 

মীন PISCES
অবৈধ প্রণয়। সন্তানকে নিয়ে উদ্বেগ। আয় বৃদ্ধি। স্বাস্থ্যের উন্নতি। রক্তপাতের সম্ভাবনা। সৎসঙ্গে শান্তি লাভ। একাধিক উপায়ে অর্থলাভ। প্রণয়ে জটিলতা। পারিবারিক জীবনের জন্য সময়টা ভাল নয়। মানসিক আঘাত। 

Previous articleরোমে বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়! থাকবেন জার্মানির অ্যাঞ্জেলা মর্কেল, পোপ ফ্রান্সিস
Next articleWeather Forecast : ব্যাপক বর্ষণের পূর্বাভাস উত্তরে, দক্ষিণেও হবে কী বৃষ্টি ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here