Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন, দেখুন রাশিফল

0
633

মেষ/ARIES
বিজ্ঞানীদের সাফল্য। অযথা ব্যয়।  শিরঃপীড়ার সম্ভবনা। সহায়তা লাভ। মান -যশ প্রাপ্তি। পারিবারিক ব্যস্ততা থাকতে পারে। মেধার বিকাশ হবে।

বৃষ / TAURUS
আর্থিক ক্ষতি। স্বাস্থ্যের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে উন্নতি। মনঃকষ্ট। প্রতিষ্ঠালাভ। অর্থনৈতিক দিক দিয়ে অনুকূল নয়। পতনাশঙ্কা। গৃহ সমস্যা। 

মিথুন GEMINI
সমাজসেবায় ব্যয়। সৎকর্মে ব্যয়। বিফলতা। বাতজবেদনা। মামলায় হার। মুক্তি। প্রশিক্ষণ লাভ। ব্যক্তিগত জীবনে অসুবিধা হতে পারে। সুখসম্ভক।  

কর্কট CANCER
চৌর্যভয়। আর্থিক উন্নতি। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। বিনিয়োগ লাভ। উদাসীনতায় ক্ষতি হতে পারে। একাধিক উপায়ে আয়। বৈবাহিক জীবনে উন্নতি হবে।

সিংহ LEO
নাম- যশ বৃদ্ধি। নতুন কর্মের সূচনা। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। অস্ত্রোপচারে সাফল্য। গোপন পরামর্শ লাভ। অভীষ্ট পূরণ হতে পারে। চিত্তবিক্ষেপ। 

কন্যা VIRGO
দুর্ঘটনার যোগ। চাকুরিতে সফলতা। অপবাদ থেকে দূরে থাকুন। পৈতৃকসূত্রে লাভ। একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। প্রণয়াসক্তি। 

তুলা LIBRA
সহকর্মী বিবাদ।  অনুরাগ বৃদ্ধি। কর্মে বিভ্রান্তি। শিক্ষার্থীদের জন্য কঠিন সময়। লটারিতে অর্থপ্রাপ্তি। পুরনো শারীরিক সমস্যায় ফের ভুগতে পারেন। 

বৃশ্চিক SCORPIO
অনর্থ। ক্ষতি হওয়ার সম্ভবনা। মনোমালিন্য। দাম্পত্যে সুখ। ব্যবসায় সাফল্য। ঔদ্ধত্যে ক্ষতি। সাবধানে সিদ্ধান্ত নেবেন। দানধ্যানের যোগ রয়েছে।

ধনু SAGITTARIUS
উদাসভাব। সঞ্চয়ের পরিমাণ সীমিত। সংঘর্ষে আহত। কলানুরাগ। শিক্ষার ক্ষেত্রে এটি ভাল সময়। পতনাশঙ্কা। স্থান পরিবর্তন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে।

মকর CAPRICORN
মিথ্যা অপবাদ। উদাসীনতা। কর্মে বিঘ্ন।  নৈতিক জয়। স্বাস্থ্যের দিকে নজর দিন।সঞ্চয় থেকে লাভ। প্রশিক্ষণে সাফল্য।ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে। 

কুম্ভ AQUARIUS
উদ্বেগ। রক্তচাপে কষ্ট। ভোগবিলাস। অযথা ব্যয় করবেন না। গৃহবিবাদ। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। পদোন্নতি। ক্ষোভ বাড়বে। বিবাহিতদের জন্য মঙ্গলজনক হবে। 

মীন PISCES
রমণীপ্রীতি। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। স্বাস্থ্যের উন্নতি। অপযশ। জীবাণু সংক্রমণ। উৎসাহ বৃদ্ধি। শত্রুভয়। সহকর্মীর বুদ্ধিতে বাড়তি অর্থ উপার্জন হতে পারে।

Previous articleভ্যাকসিন জালিয়াতির শিকার খোদ মিমি চক্রবর্তী! পুলিশের দ্বারস্থ সাংসদ অভিনেত্রী
Next articleWeather Update: বৃষ্টির সম্ভাবনা থাকছেই, পূর্বাভাস হাওয়া অফিসের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here