Daily Horoscope: কর্কট রাশির কর্মে বিভ্রান্তি, তুলার প্রেম বিঘ্ন হওয়ার সম্ভাবনা

0
460

দেশের সময় অ্যাস্ট্রো ডেস্ক: মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

মেষ/ARIES
অহেতুক ক্রোধে ক্ষতি। আয় বৃদ্ধি। সার্বিক উন্নতি। মানসিক তৃপ্তি। বৈরাগ্যভাব। সম্পর্কে উন্নতি। 

বৃষ / TAURUS
আনন্দ সংবাদ প্রাপ্তি। ব্যয়বাহুল্য। বিপদাশঙ্কা। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। মিথ্যাপবাদ।

মিথুন GEMINI
সঙ্গীতে সাফল্য। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন। সন্তানের সাথে বিরোধ। অর্থলাভ। প্রতারিত হতে পারে। 

কর্কট CANCER
কর্মে বিভ্রান্তি। শ্রমিক বিরোধ। যৌনব্যাধি। বিষণ্ণতা কাটিয়ে নতুন ভাবে শুরু করুন। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। 

সিংহ LEO
চিকিৎসা বিভ্রাট। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে। দানধ্যানের যোগ রয়েছে। আর্থিক উন্নতি হবে। 

কন্যা VIRGO সম্পর্কের কারণে কিছু ঝামেলা দেখা দেবে। মাতৃ পীড়ার সম্ভাবনা। প্রেমের সম্পর্ক মধুর হবে।

তুলা LIBRA
প্রেম -প্রণয়ে বাধা।  সাফল্য লাভ। দুশ্চিন্তা বৃদ্ধি। বিচলিতভাব। ভ্রমণের পরিকল্পনায় অনেকটা সময় ব্যয় হবে।

বৃশ্চিক SCORPIO
রক্তে শর্করা বৃদ্ধি। আর্থিক উন্নতি। মনোমালিন্য। ক্রীড়ায় সাফল্য। দাম্পত্য জীবন ভাল কাটবে। 

ধনু SAGITTARIUS
শিক্ষাক্ষেত্রে সম্মান লাভ। ব্যয়বাহুল্য। অপত্যহানি। ব্যবসায় অগ্রগতি। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে নজর রাখুন। 

মকর CAPRICORN
শোকাভিভূত। ঋণ পরিশোধ। প্রতিপত্তি লাভ হবে।  বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। অনুতপ্ত। 

কুম্ভ AQUARIUS
অনুরাগ বৃদ্ধি। আর্থিক উন্নতি। রমণীপ্রীতি। স্বজন সমাগম। উৎকন্ঠা বৃদ্ধি। কর্মে গোলযোগ। ঔদ্ধত্যে ক্ষতি।

মীন PISCES
হঠাৎ বিপদ। গৃহ সমস্যা। অপমানিত হওয়ার সম্ভাবনা। কর্মোদ্ধার। দাম্পত্য কলহ। রপ্তানিতে লাভ।  
 

Previous articleমনের কথা: কোভিড মোকাবিলা চলছে, ইয়াস বিধ্বস্ত ৩ রাজ্যের প্রশংসা এবং দেশবাসীকে কুর্নিশ প্রধানমন্ত্রীর
Next articleবাজের আওয়াজে ঘুম ভাঙল শহরবাসীর,জেলায় জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here