Daily Horoscope: আজ আপনার দিন কেমন যাবে জানুন

0
670

মেষ/ARIES
ত্রাস বৃদ্ধি। মানসিক ক্ষোভ। আর্থিক লাভ।  নিজের স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন হন। প্রেম – প্রণয়ে বাধা। স্বাস্থ্যহানি।  

বৃষ / TAURUS
ক্ষোভ বাড়বে।  বিবাহিতদের জন্য মঙ্গলজনক হবে। হৃদরোগে কষ্ট।কর্মে সাফল্য আসবে। সঞ্চিত অর্থ ব্যয়। ভোগবিলাস।

মিথুন GEMINI
দিনটা শুভ কাটবে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান। মানসিক তৃপ্তি। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। শরীরচর্চার প্রতি মনযোগ দিন।

কর্কট CANCER
গোলযোগ। অপত্যহানি। ব্যবসায় অগ্রগতি। সুপরামর্শ লাভ।  পুরস্কার প্রাপ্তি। চাকুরীক্ষেত্রে অশান্তি। গৃহবিবাদ। 

সিংহ LEO
ধর্মে মতি। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। পরিশ্রম বৃদ্ধি। বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে। ভ্রমণ যোগ রয়েছে।

কন্যা VIRGO
কলহ। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। পরিকল্পনায় সফল হবেন। স্বাস্থ্যোন্নতি হবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে।

তুলা LIBRA
প্রণয়ে বিপত্তি। কর্মে খ্যাতি। হঠাৎ প্রাপ্তি। অপচয় বৃদ্ধি।  প্রতিষ্ঠালাভ। সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। অর্থনৈতিক দিক দিয়ে অনুকূল নয়।

বৃশ্চিক SCORPIO
দেহপীড়া। আর্থিক সমস্যা দূর হবে।  কর্মে খ্যাতিলাভ।  শুভ যোগাযোগ। বাবা-মায়ের শরীরের দিকে নজর দিন। সম্মান প্রাপ্তি।

ধনু SAGITTARIUS
নিরানন্দ। রাজনৈতিক ভয়। প্রিয়জনসঙ্গ। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের কোনও সুখবর আসবে। বিরুদ্ধাচারণ। 

মকর CAPRICORN
নব কর্মারম্ভ।  নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে। পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ থাকবে। কোনও শত্রু থাকলে তাঁদের থেকে সতর্ক থাকতে হবে। 

কুম্ভ AQUARIUS
আকস্মিক বিপদ। ব্যবসায় ক্ষতি। ব্যয় বৃদ্ধি। ভাগ্য কর্মক্ষেত্রে সহায়তা করবে। স্বামী- স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। নিকট বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে।

মীন PISCES
শুভ সময়। তিযোগিতামূলক পরীক্ষায় কঠোর পরিশ্রমে ভাল ফলাফল হবে। ঔদ্ধত্যে ক্ষতি। সাবধানে সিদ্ধান্ত নেবেন। দানধ্যানের যোগ রয়েছে। নৈতিক অবনতি। হঠাৎ প্রাপ্তি। 
 

Previous articleবনগাঁয় পুরপ্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন গোপাল শেঠ , চার বিধান সভায় হার বা দল বিরোধি কাজ প্রমাণিত হলে রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নাকে খত দেব বললেন শঙ্কর
Next articleনিম্নচাপ-বর্ষার সাঁড়াশি আক্রমণ! প্রবল বৃষ্টিতে আজও ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here