Daily Horoscope: আজকের রাশিফল

0
651

দেশেরসময় অ্যাস্ট্রো ডেস্ক: মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে৷

মেষ/ARIES
কার্যে অনিহা। আর্থিক লাভ। তবে সঞ্চয়ের পরিমাণ সীমিত। স্বামী- স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। রোগ-ব্যাধি থেকে মুক্তি।

বৃষ / TAURUS
পতনাশঙ্কা। ছাত্র-ছাত্রীদের জন্য শুভ। অবিবাহিতদের বিবাহের যোগ। পুরনো শারীরিক সমস্যায় ফের ভুগতে পারেন।

 মিথুন GEMINI
কলহ-বিবাদ। বিদেশ থেকে ভাল খবর আসতে পারে। অসুস্থতা থেকে মুক্তি। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।

কর্কট CANCER
দ্রব্যাদি লাভ। কর্মক্ষেত্রে উন্নতি। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। শরীরচর্চা প্রতি মনযোগ দিন। রোমান্টিক সময় কাটবে। 

সিংহ LEO
পরিশ্রম বৃদ্ধি। ব্যবসায় সাফল্য। শ্রীবৃদ্ধি। শত্রুহানি হওয়ার সম্ভবনা। আপনার সঙ্গী সুখী করে তুলবে। বাসনা পূরণ হবে। 

কন্যা VIRGO
আর্থিক দিক থেকে শুভ। প্রেমে অশান্তি। সুনাম বৃদ্ধি হবে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে।

তুলা LIBRA
অভীষ্টসিদ্ধি। পরোপকারে শান্তি লাভ হবে। আরোগ্যলাভ হবে। চিত্ত চাঞ্চল্য। দুশ্চিন্তা বৃদ্ধি।  

বৃশ্চিক SCORPIO
সার্বিক উন্নতি। পরিকল্পনায় সাফল হবেন। ব্যয়বাহুল্য। মনোমালিন্য। সমস্যার সৃষ্টি হতে পারে। 

ধনু SAGITTARIUS
মানসিক ক্লেশ। ক্ষতি হওয়ার সম্ভবনা। ধার্মিক দিকে মন যেতে পারে, যা আপনার জন্য শুভ।  স্বার্থত্যাগ। 

মকর CAPRICORN
ঋণ প্রাপ্তি। বিদ্যার্থীদের পড়াশোনায় অনেক ঝামেলা দেখা দেবে। ভোগবিলাস।  শিরঃপীড়ার সম্ভবনা। সহায়তা লাভ। 


কুম্ভ AQUARIUS
মিথ্যাপবাদ। বিপদমুক্ত। সঞ্চয়ের সুযোগ। প্রতিবেশীদের সঙ্গে কলহ হতে পারে। হৃদরোগে কষ্ট। অনুতপ্ত হবেন। 

মীন PISCES
রোগ মুক্তি। উৎকন্ঠা বৃদ্ধি। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন। দাম্পত্য সুখ মিলবে।  

Previous articleকরোনা মোকাবেলায় বনগাঁর প্রতি পঞ্চায়েতে কন্ট্রোল রুম
Next articlePHOTO FIGHT ফোটো ফাইট:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here