দেশের সময় অ্যাস্ট্রো ডেস্ক: মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। আজকের রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন জিনিসের প্রতি অধিক খেয়াল রাখতে হবে আর কোন ক্ষেত্র থেকে আপনাকে বেঁচে চলতে হবে, কোন বিষয়টি আজ আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
মেষ/ARIES
প্রতিষ্ঠা লাভ। অর্থানাশ। কার্যে সাফল্য আসবে। কোনও কিছুর পরিবর্তন ঘটলে ব্যাকুলতা কাজ করতে পারে।
বৃষ / TAURUS
শ্রমিক বিরোধ। যৌনব্যাধি। প্রিয়জনদের শরীরের দিকে নজর রাখুন। পারিবারিক ব্যস্ততা থাকতে পারে। মেধার বিকাশ হবে।
মিথুন GEMINI
সঞ্চিত অর্থব্যয়। সমস্যাবৃদ্ধির সম্ভাবনা। অস্ত্রোপচারে সাফল্য। শুভ যোগাযোগ। দৃঢ়প্রতিজ্ঞ হন।
কর্কট CANCER
ভোগবিলাস। আরোগ্যলাভ হবে। ব্যবসায়ীরা প্রচণ্ড ব্যস্ত থাকবেন। জীবনে নতুন মানুষ আসতে পারে। নব পরিকল্পনার যোগ রয়েছে।
সিংহ LEO
বিচলিতভাব। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। সন্তানের সাথে বিরোধ। স্বজন সমাগম। অর্থলাভ। প্রতারিত হতে পারে।
কন্যা VIRGO
সাফল্য লাভ। উৎকন্ঠা বৃদ্ধি। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। মিথ্যাপবাদ। দুশ্চিন্তা বৃদ্ধি।
তুলা LIBRA
সম্পর্কে উন্নতি। ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই পুরনো ঝামেলা মিটবে। পায়ের কোনও পুরনো ব্যথা ভোগাতে পারে।
বৃশ্চিক SCORPIO
রপ্তানিতে লাভ। কোন অনৈতিক সম্পর্কের কারণে কিছু ঝামেলা দেখা দেবে। মাতৃ পীড়ার সম্ভাবনা। অপত্যহানি।
ধনু SAGITTARIUS
মনোমালিন্য। নতুন চাকরীর সুযোগ। দাম্পত্য জীবন ভাল কাটবে। বিলাসিতা। উদাসীনতায় ক্ষতি হতে পারে।
মকর CAPRICORN সম্পত্তি ক্রয়। নব প্রচেষ্টা। বিষণ্ণতা কাটিয়ে নতুন ভাবে শুরু করুন। অযথা ঝামেলায় জড়াবেন না।
কুম্ভ AQUARIUS
আর্থিক উন্নতি। কোনও শত্রু থাকলে তাঁদের থেকে সতর্ক থাকতে হবে। ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন।
মীন PISCES
সুপরামর্শে লাভ। অর্থাগমে বিলম্ব। ভাবপ্রবণতায় ক্ষতি। সাহসিকতার প্রদর্শন। শুভ প্রয়াস। ভ্রমণের পরিকল্পনায় অনেকটা সময় ব্যয় হবে।