Daily Horoscope: কোন রাশির জাতকদের কেমন যাবে আজকের দিন দেখুন রাশিফল

0
532

মেষ/ARIES
শারীরিক এবং মানসিক শান্তির জন্য মেডিটেশন করলে সুফল পাবেন। বাবা-মায়ের সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে। বিয়ের জন্য প্রেমিকার সঙ্গে কথা বলার ভালো সময়।

বৃষ / TAURUS
চোখের সমস্যায় ভুগতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে। ঠান্ডা মাথায় কাজ করলে বিপদ এড়াতে পারবেন।

মিথুন GEMINI
মদ্যপানের ফলে শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। ব্য না কমালে ভবিষ্যতে ভুগতে হতে পারে। আপনার খারাপ ব্যবহারে কেউ দুঃখ পেতে পারেন।

কর্কট CANCER
অর্থলাভের যোগ রয়েছে। অফিসের কাজ গতিলাভ করবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। তার সঙ্গেভালো সময় কাটাবেন।

সিংহ LEO
কর্মক্ষেত্রে কুচক্রির কারসাজিতে আপনার পরিশ্রমের যশ অন্য কেউ নিয়ে যেতে পারেন। গাড়ি না চালানোই ভালো, দুর্ঘটনার যোগ রয়েছে। 

কন্যা VIRGO
সফরের যোগ রয়েছে। কাজের সূত্রে দূরে কোথআও যেতে হতে পারে। আত্মীয় পরিজনের দ্বারা কাজে বিঘ্ন ঘটতে পারে।

তুলা LIBRA
দিবাস্বপ্ন আপনার পতনের কারণ হতে পারে। নিজের গুরুত্বপূর্ণ কাজ অন্য কাউকে দিয়ে করাবেন না। বিনিয়োগের আগে ভালো ভাবে বিচার করুন।

বৃশ্চিক SCORPIO
শ্বশুরবাড়ির তরফ থেকে কোনও খারাপ খবর পেতে পারেন। অজানা উৎস থেকে ধনলাভের যোগ রয়েছে। মতপার্থক্যের জেরে দাম্পত্যে সমস্যা দেখা দিতে পারে।

ধনু SAGITTARIUS
বিবাহিত জীবনে সমস্যা কাটাতে সঙ্গীর সঙ্গে সামনাসামনি কথা বলা প্রয়োজন। স্বাস্থ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে ভালো দিন কাটবে।

মকর CAPRICORN
আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত উপহারে মন ভালো হতে পারে। মানসিক চাপ সামলাতে ভালো বই পড়ুন। সুফল পাবেন।

কুম্ভ AQUARIUS
অনাদায়ী ঋণ ফেরত আসতে পারে। ধূমপান ছাড়াতে স্ত্রী আপনাকে উৎসাহিত করতে পারেন। বদ অভ্যাস ছাড়ার আজ প্রশস্ত সময়।

মীন PISCES
শারীরিক উন্নতির জন্য বিশ্রাম নিতে পারেন। দীর্ঘমেয়াদী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ভালো লাভ পাবেন।

Previous articleবিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ জুলাই পর্যন্ত , বন্ধই থাকবে লোকাল, মেট্রো,চলবে বাস অটো টোটো
Next articleদেশে দৈনিক সংক্রমণ নামল ৪০ হাজারের নীচে, মৃত্যু হাজারের নীচেই , বাংলায় বাড়ল সুস্থতার হার, কমছে সংক্রমণও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here