Daily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন জানুন রাশিফল অনুযায়ী

0
607

মেষ/ARIES
দুর্বুদ্ধি। মিথ্যা অপবাদ। উদাসীনতা। কর্মে বিঘ্ন। সমাজসেবায় ব্যয়। দ্বি- চক্রযানে বিপদ। শেয়ার ব্যবসায় লাভ। শুভ যোগ। ক্লেশভোগ। আর্থিক ক্ষতি। 


বৃষ / TAURUS
প্রেমে বিঘ্ন। বিদ্যুৎ থেকে ক্ষতি। ছাত্র-ছাত্রীদের দিনটা ভাল কাটবে। মামলায় জড়িত হওয়ার সম্ভাবনা। প্রতিভার বিকাশ। সঞ্চয়ের পরিমাণ সীমিত। সংঘর্ষে আহত।  

মিথুন GEMINI
প্রতিভার বিকাশ। প্রণয়াসক্তি। উপহার প্রাপ্তি। বিনিয়োগ লাভ। নৈতিক অবনতি। উৎসাহ বৃদ্ধি। দাম্পত্য জীবনের দীর্ঘদিনের সমস্যা মিটবে। দন্তরোগে কষ্ট।

কর্কট CANCER
মানহানি। সতর্ক না হলে ঝামেলায় জড়াতে পারেন। সাহায্যপ্রাপ্তি। মামলায় হার। পরিশ্রম বৃদ্ধি। গুপ্তশত্রুতায় ক্ষতি। বিশ্বাসঘাতকটা। অসৎ সঙ্গে ক্ষতি। স্বাস্থ্যহানি।

সিংহ LEO
জলপথে বিপদ। সম্পত্তি উদ্ধার। ব্যবসায় উন্নতি। কর্মে গোলযোগ। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সুনামহানি। বিচ্ছেদ ভয়। সাফল্য লাভ। পুলিসি ঝামেলা। 

কন্যা VIRGO
কার্য সিদ্ধি। জীবনে পরিবর্তন আসবে। ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। পারিবারিক জীবনে উত্থান-পতন হতে পারে। মেধার বিকাশ। বিশ্বাসঘাতকটা।

তুলা LIBRA
বিড়ম্বনা। সাবধানে সিদ্ধান্ত নেবেন। দানধ্যানের যোগ রয়েছে। মানসিক শক্তি বাড়বে। কান্তিক্ষয়। ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে। পরীক্ষায় সাফল্য।

বৃশ্চিক SCORPIO
বৈষয়িক সমাধান। স্বাস্থের দিকে নজর দিন। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের কোনও সুখবর আসবে। পদাবনতি। পারিবারিক অশান্তি  মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু SAGITTARIUS
পারিবারিক কলহ। প্রফুল্লতা। পরিকল্পনায় সফল হবেন। ধর্মে মতি। সুপরামর্শে লাভ। চাকুরীতে পদোন্নতি। মানসিক পীড়া। সামাজিক ক্ষেত্রে কিছু বাঁধা আসতে পারে। 

মকর CAPRICORN
চাকুরী প্রাপ্তির সুযোগ। প্রণয় ভঙ্গ। যানবাহনে বিপদ। সার্বিক উন্নতি। সম্পর্কের উন্নতি। শত্রু ভয়। ভ্রমণের সময়ে সতর্ক থাকুন। অর্থনৈতিক লাভ হবে।  চাকরি ও ব্যবসায়ের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে।

কুম্ভ AQUARIUS
লটারীতে অর্থপ্রাপ্তি। বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে। বন্ধুর সাহায্য লাভ। মরসুম বদলের জন্য রোগ সংক্রমণ। প্রণয়াসক্তি। আর্থিক উন্নতি হবে। পিতৃবিরোধ। কর্মে সুখ্যাতি লাভ হবে। 

মীন PISCES
আলস্যে ক্ষতি। সমস্যা বৃদ্ধি। স্বামী- স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে। কর্মে বাধা। সাহসীকতা প্রদর্শন। ব্যাধি থেকে মুক্তি।বন্ধু দ্বারা ক্ষতি। রাজনৈতিক বিবাদ। মান -যশ প্রাপ্তি। 

Previous articleদিল্লি সফরে দ্বিমুখী কৌশল মমতার
Next articleWeather Updates : বৃষ্টিতে ভিজবে বাংলার কোন কোন জেলা? আবহাওয়া রিপোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here